সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১০ দিনের মধ্যে জুলাই সনদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে: আলী রীয়াজ *** জুলাই যোদ্ধাদের জন্য সরকারি চাকরিতে কোটা থাকছে না *** কুমিল্লা বোর্ডে স্থগিত এইচএসসি পরীক্ষা ১২ই আগস্ট *** এবার তিন নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তথ্য চেয়ে ডিসিদের চিঠি *** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য

শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার সুযোগ টাইগারদের

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৬ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৫

#

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচকে অঘোষিত ফাইনাল মনে করে আজ মাঠে নামছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের মধ্যে ১-১ সমতায় থাকায় এই ম্যাচ নিয়ে দুই দলই সিরিজ জয়ের চিন্তায় মগ্ন।

শ্রীলঙ্কার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচটি মাঠে গড়াবে বিকেল ৩টায়।

সিরিজের প্রথম ম্যাচে অপ্রত্যাশিত ব্যাটিংধসের কারণে ৭৭ রানে হেরে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে ১৬ রানের জয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় টাইগার বাহিনী।

দুই দলেরই চোখ এখন শেষ ওয়ানডেতে। সোনালী ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে মেহেদী হাসান মিরাজ ও চারিথ আসালঙ্কার দল।

পাল্লেকেলেতে আজ মঙ্গলবার (৮ই জুলাই) ইতিহাস গড়ার সুযোগ রয়েছে বাংলাদেশ। শেষ ওয়ানডে জিততে পারলেই কেবল ইতিহাসের নতুন অধ্যায় লিখতে পারবে টাইগাররা।

এখন পর্যন্ত শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। সব মিলিয়ে ১০টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ জিতেছে মাত্র ২টিতে, দুটিই ঘরের মাঠে। অন্যদিকে শ্রীলঙ্কা জিতেছে ৬টি সিরিজ। দুটি সিরিজ হয়েছে ড্র।

চলতি সিরিজের আগে সর্বশেষ ২০১৯ শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। ওই সিরিজেও ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। তবে এবার হোয়াইটওয়াশের শঙ্কা নেই।

শ্রীলঙ্কার বিপক্ষে ৫০ ওভারের দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের সুখস্মৃতি রয়েছে ২০২১ ও ২০২৪ সালের। ওই সময় ঘরের মাঠে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ।

টিএ/

বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ ক্রিকেট দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন