ফাইল ছবি (সংগৃহীত)
৩ ওয়ানডে আর ৩ টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৩ই আগস্ট বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। তবে ওই মাসে ভারতের সফরটা নিয়ে দেখা দিয়েছে সংশয়। তবে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সোমবার (৩০শে জুন) বোর্ড সভা শেষে সফরটা নিয়ে সংশয়ের কথা সরাসরি অস্বীকার করেননি। তিনি দাবি করেছেন, দুই বোর্ডের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে।
বুলবুল সংবাদমাধ্যমকে বলেছেন, ‘বিসিসিআইয়ের সঙ্গে আলাপ করেছি। ইতিবাচক আলোচনা হচ্ছে।’ আলোচনা হচ্ছে মানেই আগস্টে ভারতীয় দলের সফরের পাশে আপাতত প্রশ্নবোধক চিহ্ন পড়ে যাচ্ছে।
বুলবুল বললেন, ‘আলোচনা শেষ হয়ে যায়নি। পরের সুবিধাজনক উইন্ডোতে নিশ্চয়ই হবে।’ বিসিবির সভাপতি আশাবাদী, যখনই হোক, সফরটা সফলভাবে হবে। বুলবুল বললেন, ‘তারা খুব পেশাদার ও সহযোগিতাপূর্ণ। সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় তারা। আমাদের যে পর্যায়ে আলোচনা হয়েছে, আমরা আশাবাদী।’
মিরপুর ও চট্টগ্রামে আগস্টের তৃতীয় ও শেষ সপ্তাহে ৩ ওয়ানডে আর ৩ টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশ ও ভারতের। জানা গেছে, তিনদিন আগে ভারতীয় ক্রিকেট বোর্ড পরের কোনো উইন্ডোতে ম্যাচগুলো আয়োজনের প্রস্তাব দিয়েছে।
এখন ভারতের সরকারের সবুজ সংকেত পাওয়ার অপেক্ষায় বিসিসিআই। শুধু ক্রিকেট নয়, ফুটবল টুর্নামেন্ট খেলতেও জুলাইয়ে বাংলাদেশে আসছে না ভারতীয় মেয়েদের দল।
বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী বিপিএল হবে জানুয়ারি-ফেব্রুয়ারিতে। আগামী পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে চুক্তি হবে বিসিবির। বিপিএল ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে কমিটিতে আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
খবরটি শেয়ার করুন