শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লিটনের ফিফটিতে জয়ে শুরু বাংলাদেশের *** নির্বাচন সামনে রেখে অবশ্যই মৌলিক সংস্কারগুলো চূড়ান্ত করে ফেলতে হবে: প্রধান উপদেষ্টা *** গত ১৫ বছর বৈষম্যের শিকার কর্মকর্তাদের আবেদনের আহ্বান: আইএসপিআর *** জাকসুর ভোট গ্রহণের ৫ ঘণ্টা পর গণনা শুরু *** গাঁজা উৎপাদন কেন্দ্রকে তীব্র গন্ধ নিয়ন্ত্রণের নির্দেশ *** ভোটের আগে ইসির ৬১ কর্মকর্তার রদবদল *** ৪৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ *** জামায়াতের একাত্তরের ভূমিকার বিরোধিতা করার নৈতিক অবস্থান আ. লীগ, বিএনপির নেই *** সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল *** দক্ষিণ এশিয়ায় চার বছরে তিন সরকারের পতন, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসছে কী

চঞ্চল অভিনীত ‘পদাতিক’ এবার টিভির পর্দায়

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১৭ অপরাহ্ন, ১৪ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক বানিয়েছিলেন সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামের সিনেমাটিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে, প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি এবার আসছে টিভির পর্দায়। 

জানা গেছে, ভারতীয় টিভি চ্যানেল জি বাংলা সিনেমায় পদাতিকের ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে। আগামী ২৪শে মে শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় দেখা যাবে চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমাটি।

বিশ্বের নানা প্রান্তে, নানা উৎসবে পদাতিক প্রদর্শিত হয়েছে। পেয়েছে পুরস্কার ও প্রশংসা। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে গত বছরের ১৫ই আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছিল সিনেমাটি। একই দিনে বাংলাদেশেও মুক্তির পরিকল্পনার কথা জানিয়েছিল জাজ মাল্টিমিডিয়া। 

তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় তখন বাংলাদেশে পদাতিকের মুক্তি স্থগিত করে দেয় প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশন। পশ্চিমবঙ্গেও তখন চলছিল ধর্ষণের বিচারের দাবিতে আর জি কর আন্দোলন। ফলে, প্রত্যাশিত ব্যবসায়িক সাফল্য পায়নি সিনেমাটি। তবে সাধারণ দর্শক থেকে সমালোচকদের মুগ্ধ করেছে মৃণাল চরিত্রে চঞ্চলের অভিনয়।

পদাতিকে মৃণাল সেনের যুবক ও বয়স্ক—দুই বয়সের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। মৃণালের জীবনে স্ত্রী গীতার অবদানও তুলে ধরা হয়েছে সিনেমায়। গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের মনামী ঘোষ। এ ছাড়া মৃণালের কিশোর বয়সের চরিত্রে অভিনয় করেছেন কোরক সামন্ত। পুত্র কুণাল সেনের চরিত্রে আছেন সম্রাট চক্রবর্তী।

বাংলাদেশের হলে মুক্তি না পেলেও এ দেশের দর্শকদের জন্য সিনেমাটি দেখার সুযোগ আসে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কল্যাণে। গত জানুয়ারিতে উৎসবে একাধিক প্রদর্শনী হয়েছে পদাতিকের। তখন সীমিত সংখ্যক দর্শক দেখতে পেরেছিলেন। এবার টিভিতে প্রচারের সুবাদে আরও বেশি দর্শকের কাছে সিনেমাটি পৌঁছে যাবে, আশা চঞ্চল চৌধুরীর।

এইচ.এস/

সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন