ছবি: সংগৃহীত
ইউক্রেন যুদ্ধের কারণে শ্রমিকসংকট মোকাবিলায় হাজার হাজার উত্তর কোরিয়ানকে রাশিয়ায় পাঠানো হয়েছে। তবে বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে, রাশিয়ায় পৌঁছানোর পর দাসের মতো শর্তে কাজ করানো হচ্ছে উত্তর কোরিয়ার শ্রমিকদের।
রাশিয়া থেকে পালিয়ে আসা উত্তর কোরিয়ার কিছু শ্রমিক বিবিসিকে জানিয়েছেন, প্রতিদিন তাদের ১৮ ঘণ্টার বেশি সময় কাজ করতে বাধ্য করা হয়েছে। এ ছাড়া কর্মক্ষেত্রে দায়িত্বরত ম্যানেজাররা প্রায় সময় তাদের সঙ্গে সহিংস আচরণ করেছেন এবং শ্রমিকদের সারাক্ষণ নজরদারির মধ্যে থাকতে হয় সেখানে।
রাশিয়ায় শ্রমিকসংকট তৈরি হয়েছে মূলত ইউক্রেনের সঙ্গে যুদ্ধক্ষেত্রে ব্যাপক প্রাণহানি, সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদান এবং বিপুলসংখ্যক শ্রমিকের বিদেশে পাড়ি জমানোর কারণে। অস্ত্র ও গোলাবারুদের পাশাপাশি মস্কো তাই উত্তর কোরিয়ার শ্রমশক্তির ওপরও নির্ভর করছে; বিশেষ করে নির্মাণ, উৎপাদন ও প্রযুক্তি খাতে এসব শ্রমিক কাজ করছেন।
ইউক্রেনের সঙ্গে যুদ্ধের শুরু থেকে রাশিয়ার দৃঢ় মিত্র হিসেবে পাশে রয়েছে উত্তর কোরিয়া।
এমনকি গত বছর কুরস্ক অঞ্চলে ইউক্রেনের পাল্টা আক্রমণ ঠেকাতে সৈন্যও পাঠিয়েছিল পিয়ংইয়ং। তবে সামরিক সহায়তার বাইরেও রাশিয়ার যুদ্ধকালীন দুর্বল অর্থনীতিকে সহায়তা করার প্রস্তাব দেয় দেশটি। চলতি বছরের জুনে পিয়ংইয়ং সফরে রুশ নিরাপত্তা উপদেষ্টা সের্গেই শোইগু ঘোষণা দেন, কুরস্কের ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণে উত্তর কোরিয়া ৫ হাজার নির্মাণশ্রমিক পাঠাবে।
তবে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, ইতিমধ্যে এই সংখ্যার দ্বিগুণ শ্রমিক পাঠানো হয়েছে এবং মোট সংখ্যা ৫০ হাজারে পৌঁছাতে পারে।
বিবিসি জানিয়েছে, রাশিয়া থেকে পালিয়ে আসা উত্তর কোরিয়ার শ্রমিকদের অভিজ্ঞতা ভয়াবহ। তারা জানিয়েছেন, প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ২টা পর্যন্তও তাদের কাজ করতে হয়েছে, আর বছরে মাত্র দুই দিন ছুটি পাওয়া যেত। কেউ কেউ হাতের ব্যথায় সকালে নড়াচড়া করতে পারতেন না, কেউ কেউ বিশ্রাম নিলে মারধরের শিকার হতেন। এক শ্রমিকের ভাষায়, এটা সত্যিই মৃত্যুর সমতুল্য।
জে.এস/
খবরটি শেয়ার করুন