সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে ‘আরও জোরালো’ হামলার হুমকি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৪ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৫

#

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইরানে আবার হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এবার হামলায় আরও বেশি শক্তি প্রয়োগ করা হবে। গতকাল বৃহস্পতিবার (১০ই জুলাই) ইসরায়েলি বিমানবাহিনীর একটি অনুষ্ঠানে এ কথাগুলো বলেন তিনি। কাৎজ এমন সময়ে এ বক্তব্য দিলেন, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চলছে। খবর রয়টার্সের।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, বিমানবাহিনীর অনুষ্ঠানে কাৎজ বলেন, ‘আপনারা যদি ইসরায়েলকে হুমকি দেন বা ক্ষতি করার চেষ্টা করেন, তাহলে ইসরায়েলের লম্বা হাত তেহরান, তাবরিজ, ইসফাহান—যে কোনো জায়গায় আপনাদের কাছে পৌঁছে যাবে। আমাদের যদি ফিরতে বাধ্য করা হয়, তাহলে আরও শক্তি নিয়ে ফিরব।’

গত ১৩ই জুন ইরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েল। এর পর থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছিল। এরই মধ্যে ২১শে জুন ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালায় আমেরিকা। উত্তপ্ত এ পরিস্থিতির মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ২৪শে জুন যুদ্ধবিরতিতে রাজি হয় ইরান–ইসরায়েল। এরপর থেকে দুই দেশের মধ্যে আর হামলার ঘটনা ঘটেনি।

ইরানে ইসরায়েলি হামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন