ছবি: সংগৃহীত
পবিত্র ঈদের আগে রাজধানী ঢাকা এমনিতেই ফাঁকা হয়ে যায়। এবারের টানা নয় দিনের ছুটি ও সুশৃঙ্খলভাবে বাড়ি ফেরার নিশ্চয়তা থাকায় অনেকেই আগেভাগেই ঢাকা ছাড়তে শুরু করেন। ফলে রাতজাগা চঞ্চল এ নগরী ধীরে ধীরে শান্ত রূপ ধরতে শুরু করেছে।
অবশ্য অফিস-আদালত ছুটি হলেও ঢাকার স্থানীয়দের পাশাপাশি অনেকেই ঝামেলা এড়াতে রাজধানীতেই থেকে যান। তাদের কাছে বায়তুল মোকাররম কিংবা জাতীয় ঈদগাহে নামাজের কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো অপরিচিত মানুষগুলোই যেন কয়েক মুহূর্তের জন্য আপন হয়ে ওঠেন। আর তাই তো নামাজ শেষে বুক মিলিয়ে ভাগ করে নেন খুশিগুলো।
গত বছর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এবারই প্রথম ঈদ। ঢাকার হাজার বছরের ইতিহাস ফের মনে করিয়ে দিতে নতুন বাংলাদেশের মুখপাত্ররা এবার ফিরে যেতে চাইছেন প্রাচীন মোগল ঐতিহ্যে। মোগল সম্রাজ্যে ঈদ উদযাপনের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল ঈদ মিছিল৷
ইতিহাসবিদদের মতে, মোগল সম্রাটদের এ মিছিল গিয়ে জড়ো হতো ঈদের নামাজে। তাদের সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে এবার ঢাকায় ঈদ উদযাপনে থাকবে মিছিল। ব্যান্ডপার্টি, ঘোড়ার গাড়ি, ঢোল ও বাজনাসহ নানা আয়োজনে ঈদ উদযাপন করবেন ঢাকাবাসী। এছাড়াও রাজধানীর ঈদগাহ এবং পর্যটন কেন্দ্রগুলো প্রস্তুত হচ্ছে মানুষকে বরণ করে নেওয়ার জন্য।
দেশে পবিত্র ঈদুল ফিতর কবে উদ্যাপন হবে, তা জানা যাবে আজ রোববার (৩০শে মার্চ)। দেশের আকাশে যদি ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়, তাহলে পরদিন সোমবার সারাদেশে ঈদুল ফিতর উদযাপন হবে। আর যদি না দেখা যায়, তাহলে তার পরদিন অর্থাৎ মঙ্গলবার ঈদ উদযাপন হবে।
ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদগুলো ঈদের নামাজের প্রস্তুতি প্রায় শেষ করেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানিয়েছে, এবার জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আর আবহাওয়া খারাপ থাকলে জাতীয় ঈদগাহের পরিবর্তে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।
ঢাকার আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলা মাঠে এবার প্রথমবারের মতো আয়োজন হবে পবিত্র ইদুল ফিতরের নামাজ। মোগল আমলের মতো ঈদের উৎসবকে আড়ম্বরপূর্ণ করতে জামাতের পর ঈদ মেলা এবং ঈদ মিছিল অনুষ্ঠিত হবে। অতিথি আপ্যায়নে থাকবে মিষ্টিসহ নানা খাবারের আয়োজন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে ঈদের নামাজের পর সকাল ৯টায় ঈদ মিছিল শুরু হবে।
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে দিয়ে আগারগাঁও প্রধান সড়ক হয়ে মানিক মিয়া এভিনিউ দিয়ে সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হবে এ আনন্দ মিছিল। মিছিলে থাকবে ঈদ মোবারক লেখা ফেস্টুন ও প্ল্যাকার্ড।
ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঈদ শোভাযাত্রা বের করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এ শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন। শুক্রবার (২৮শে মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় ঈদুল ফিতরের প্রথম জামাতের পর শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রাটি টিএসসি হয়ে স্মৃতি চিরন্তন চত্বরে গিয়ে শেষ হবে।
উপাচার্যের নেতৃত্বে আয়োজিত এ শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেবেন।
এইচ.এস/
ঈদুল ফিতর
সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
খবরটি শেয়ার করুন