আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সঙ্গে কোনো ধরনের কথা বলছেন না এবং দেশটিকে তিনি কোনো প্রস্তাবও দিচ্ছেন না। তিনি দাবি করেন, চলতি মাসের শুরুতে আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ‘পুরোপুরি ধ্বংস’ করে দিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প স্থানীয় সময় আজ সোমবার (৩০শে জুন) সকালে তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ কথাগুলো পোস্ট করেছেন। এর আগে কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ট্রাম্প প্রশাসন ইরানকে বেসামরিক বিদ্যুৎ উৎপাদনের জন্য পারমাণবিক কর্মসূচি গড়ে তুলতে ৩০ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে।
এমন কোনো উদ্যোগ বাস্তবায়ন হলে সেটি ট্রাম্পের আগের নীতির পুরোপুরি বিপরীত হবে। কারণ, ২০১৮ সালে তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় করা ইরান পরমাণু চুক্তি (জেসিপিওএ) থেকে আমেরিকাকে সরিয়ে নিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, ওই চুক্তির আওতায় নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সম্পদ মুক্ত করার মাধ্যমে ইরানকে ‘অর্থের লাইফলাইন’ দেওয়া হয়েছিল।
খবরটি শেয়ার করুন