ফাইল ছবি (সংগৃহীত)
৫০ হাজার ২শ টন গম নিয়ে আর্জেন্টিনা থেকে একটি জাহাজ বাংলাদেশে এসে পৌঁছেছে।
বুধবার (৫ই ফেব্রুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আর্জেন্টিনা থেকে আমদানি করা ৫০ হাজার ২শ টন গম নিয়ে এমভি ইলপিডা জিআর জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
ইমদাদ ইসলাম বলেন, জাহাজে রক্ষিত গমের মধ্যে ৩০ হাজার ১২০ টন চট্টগ্রাম বন্দরে এবং ২০ হাজার ৮০ টন মোংলা বন্দরে খালাস করা হবে।
খাদ্য মন্ত্রণালয়ের এই সিনিয়র তথ্য কর্মকর্তা বলেন, এরই মধ্যে চট্টগ্রাম বন্দরে গম খালাসের কার্যক্রম শুরু হয়েছে।
হা.শা./কেবি
খবরটি শেয়ার করুন