সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ

বিমান ভূপাতিত হওয়ার কথা স্বীকার করলেন ভারতের সশস্ত্র বাহিনীর প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৭ অপরাহ্ন, ৩১শে মে ২০২৫

#

ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। ছবি: দ্য হিন্দু

পাকিস্তানে হামলা চালাতে গিয়ে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা স্বীকার করেছে ভারত। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান (চিফ অব ডিফেন্স স্টাফ) অনিল চৌহান বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এ ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেন। তবে ‘অপারেশন সিঁদুরে’ ভারত ঠিক কতগুলো যুদ্ধবিমান হারিয়েছে, তা তিনি বিস্তারিত জানাননি।

সিঙ্গাপুরের সাংগ্রি-লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে দেওয়া সাক্ষাৎকারে অনিল চৌহান বলেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় হলো—এ ক্ষয়ক্ষতি কেন হলো তা নির্ধারণ করা এবং এরপর আমরা কী করব।’

তিনি আরও বলেন, ‘আমরা কৌশল বদল করে ৭, ৮ ও ১০ তারিখে পাকিস্তানের প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করে বিমান ঘাঁটিগুলোতে সুনির্দিষ্ট জায়গায় হামলা চালাই।’

পাকিস্তানের সামরিক বাহিনীর দাবি—৭ই মে রাতে ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর ভারত আর তাদের যুদ্ধবিমান ওড়ায়নি। তখন ভারত থেকে দৈনিক সংবাদ সম্মেলনগুলোতেও বলা হয় যে, তারা পাকিস্তানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়েই হামলা চালিয়েছে।

অনিল চৌহান এদিন জানান, ভারতীয় বিমান বাহিনী ১০ই মে সব ধরনের অস্ত্রসহ যুদ্ধবিমান উড়িয়েছিল। যুদ্ধবিমান ভূপাতিত করার ব্যাপারে পাকিস্তানের দাবি নিয়ে বিভিন্ন সময় প্রশ্নের মুখে পড়েছিলেন ভারতের কর্মকর্তারা। এ ব্যাপারে ভারতের এয়ার মার্শাল এ কে ভারতী এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ’।

তার ভাষ্য ছিল, পাকিস্তানের যুদ্ধবিমান ভূপাতিত করেছে ভারত। ইসলামাবাদ তাদের কোনো বিমান ভূপাতিত হওয়ার কথা অস্বীকার করলেও তাদের বিমান ঘাঁটিগুলোয় হামলার কথা স্বীকার করে নেয়।

চারদিন সংঘাত চলার পর আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা করে ভারত ও পাকিস্তান। তবে ওয়াশিংটনের মধ্যস্থতার কথা এখনো স্বীকার করেনি নয়াদিল্লি।

এইচ.এস/

ভারত ভারত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন