মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

কক্সবাজারে ৫ হাজার রোহিঙ্গার মধ্যে চীনের পোশাক বিতরণ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:২৫ অপরাহ্ন, ১৪ই মে ২০২৫

#

ঢাকাস্থ চীনা দূতাবাস ও রেড ক্রিসেন্ট সোসাইটি (বিআরসিএস) যৌথভাবে কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মাঝে মানবিক সহায়তা বিতরণ করেছে। যা জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের প্রতি চীনের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

চীনা অর্থায়নে পরিচালিত এ উদ্যোগের আওতায় বিআরসিএস ৫ হাজারেরও বেশি বাস্তুচ্যুত ব্যক্তিকে প্রয়োজনীয় পোশাক এবং টেক্সটাইল সামগ্রী সরবরাহ করেছে। চীনা দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার (১৪ই মে) এ কথা জানানো হয়েছে।

এ সহায়তার মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী বাংলাদেশি পোশাক, স্কার্ফ, স্যান্ডেল ও সেলাই মেশিন। গতকাল মঙ্গলবার রোহিঙ্গা শিবিরে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন এবং মিনিস্টার কাউন্সেলর ড. লিউ ইউয়িন এবং বিআরসিএস জাতীয় সদর দপ্তরের পরিচালক মো. মিজানুর রহমান।

বিতরণের পর ড. লিউ রোহিঙ্গা শিবিরের কিছু অংশ পরিদর্শন করেন এবং রেড ক্রিসেন্ট কর্মকর্তা ও শিবিরের বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি রোহিঙ্গা জনগণের প্রতি চীনের সংহতি প্রকাশ করেন এবং বাংলাদেশের মানবিক প্রচেষ্টার প্রতি বেইজিংয়ের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এইচ.এস/

রোহিঙ্গা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন