মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

ট্রাফিক পুলিশের তাৎক্ষণিক সেবায় রক্ষা পেল রিকশাচালকের প্রাণ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১০ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রচণ্ড তাপদাহে অসুস্থ হয়ে রিকশা চালানো অবস্থায় রাস্তায় ছিটকে পড়েন এক রিকশাচালক। সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের তাৎক্ষণিক সেবায় সুস্থ হয়ে ওঠেন সেই রিকশাচালক।

সোমবার (২৯শে এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে এই ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-ওয়ারী বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর পবিত্র বিশ্বাসের ত্বরিত পদক্ষেপে রক্ষা পেল সেই রিকশাচালকের প্রাণ।

ঘটনার বিষয়ে জানা যায়, প্রচণ্ড রোদে পুড়ে, ঘেমে একাকার হয়ে যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ বক্সের সামনে দিয়ে রিকশা চালিয়ে যাচ্ছিলেন এক রিকশাচালক। পুলিশ বক্সের সামনেই জ্ঞান হারিয়ে রিকশা থেকে ছিটকে পড়েন তিনি। এ সময় সেখানে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক ইন্সপেক্টর পবিত্র বিশ্বাস।  

এই ঘটনা দেখে সঙ্গে সঙ্গে তিনি তাৎক্ষণিক যাত্রাবাড়ী মোড়ে দায়িত্বরত অন্যান্য ট্রাফিক পুলিশ সদস্যদের সহযোগিতায় রিকশাচালকের মাথায়, চোখে ও মুখে পানি ছিটিয়ে দেন। এরপর  ট্রাফিক পুলিশ বক্স থেকে নিয়মিতভাবে সাধারণ জনগণের জন্য বিলি করা পানি ও স্যালাইন অসুস্থ রিকশাচালককে পান করান। এতে রিকশাচালক ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন।

আরো পড়ুন: রাত ১১টার পর চা-পান ও সিগারেটের দোকান বন্ধের নির্দেশ

সুস্থ হওয়ার পর রিকশাচালক জানান, রিকশা চালানোর সময় প্রচণ্ড গরমের কারণে হঠাৎ তার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়। তখন তিনি চলন্ত রিকশা থেকে রাস্তায় পড়ে যান। পুলিশের দ্রুত সহযোগিতার জন্য তিনি তার প্রাণ ফিরে পেয়েছেন। এজন্য তিনি ট্রাফিক পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এবিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর পবিত্র বিশ্বাস জানান,  ট্রাফিক ওয়ারী বিভাগের আয়োজনে যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ বক্স থেকে গত ছয়দিন যাবত পথচারী এবং অসহায় মানুষদের জন্য পানীয় ও খাবার স্যালাইন বিতরণ করা হচ্ছে। তার সুফল হিসেবে আজ অসুস্থ রিকশাচালককে সুস্থ করতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়েছে।

উল্লেখ্য, তাপদাহের শুরু থেকেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান ঢাকা মহানগরবাসীর পাশে সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তার নির্দেশে সমগ্র রাজধানীতে সাধারণ জনগণ, পথচারী ও রিকশাচালকসহ বিভিন্ন পেশার খেটে খাওয়া মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করছেন ডিএমপির ট্রাফিক পুলিশ সদস্যরা।

এসি/ আই.কে.জে/ 

ট্রাফিক পুলিশ রিকশাচালক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন