বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

বাংলাদেশে সামরিক ঘাঁটি করবে না চীন: রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৮শে মে ২০২৫

#

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ফাইল ছবি

চীন বাংলাদেশে সামরিক ঘাঁটি করতে চায় না। আজ বুধবার (২৮শে মে) বাংলাদেশ থেকে চীনে আম রপ্তানির সূচনা করতে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ কথা জানান।

সম্প্রতি আমেরিকা-ভিত্তিক একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশে চীনের সামরিক ঘাঁটি করার আগ্রহের বিষয়টি তুলে ধরা হয়। এ প্রতিবেদনের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে রাষ্ট্রদূত এ কথা বলেন।

আন্তর্জাতিক ক্ষেত্রে চলমান অস্থিতিশীলতার উল্লেখ করে ইয়াও ওয়ান বলেন, চীন সমমর্যাদা, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে পরিবর্তনশীল বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব চায়।

দ্বিপক্ষীয় বাণিজ্যে ভারসাম্য না থাকার বিষয়টি স্বীকার করে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ থেকে চীন আম নিচ্ছে। এ বছর ১০০ টন আম নেওয়া হবে। একইভাবে বাংলাদেশ থেকে অপ্রচলিত পণ্য রপ্তানি বাড়ানো ও দুই দেশের কৃষিক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে এ ভারসাম্যহীনতা কিছুটা কমানো যেতে পারে।

ইয়াও ওয়েন বলেন, চীন বাংলাদেশ থেকে ইলিশ মাছ, পেয়ারা ও কাঁঠালসহ বিভিন্ন কৃষিপণ্য আমদানির সুযোগ পরীক্ষা করছে।

রাষ্ট্রদূত জানান, চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাওয়ের নেতৃত্বে দেশটির শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের একটি দল শিগগির বাংলাদেশ সফর করবে। এতে বাংলাদেশে চীনা বিনিয়োগ ও দ্বিপক্ষীয় বাণিজ্য বেশ বাড়বে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি আশা প্রকাশ করেন, চীন বাংলাদেশে বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বাড়ানো অব্যাহত রাখবে।

এইচ.এস/

চীনা রাষ্ট্রদূত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন