মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

ভোগান্তি কমাতে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যে উদ্যোগ নিলো পুলিশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৫ অপরাহ্ন, ৭ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় পর্যন্ত যানবাহন একমুখী রাখার সিদ্ধান্ত নিয়েছে টাঙ্গাইল জেলা পুলিশ। 

ঢাকা থেকে যানবাহনগুলো চারলেন সড়কের সুবিধায় আসতে পারে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত। কিন্তু এরপর থেকে সেতু পর্যন্ত চলতে হয় দুই লেনে। আর এতেই যানজটের কবলে পড়তে হয় যানবাহনগুলোকে। তবে এবার এলেঙ্গা থেকে সেতুর টোল প্লাজার কাছে গোল চত্বর পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার সড়ক একমুখী করার পরিকল্পনা করেছে জেলা পুলিশ।

আরো পড়ুন: এবার প্রেমের টানে ঝালকাঠিতে ভারতীয় যুবক

টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সার গণমাধ্যমকে জানান, এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত দুই লেনের সড়কে শুধু ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহনই চলবে। আর উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যানবাহন সেতু পার হয়ে গোলচত্বর থেকে ভূঞাপুর হয়ে এলেঙ্গা পর্যন্ত আসবে। এতে যানজট কমবে বলে জানান তিনি।

এদিকে, যাত্রীরা যানজটে আটকা পড়লে দুর্ভোগ কমাতে মহাসড়কের পাশে পেট্রোল পাম্প, হোটেল রেস্তোরাঁগুলোতে যেন শৌচাগার ব্যবহার করতে পারেন, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে।

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর ভূঞাপুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল গণমাধ্যমকে বলেন, এবার যানজটে যাত্রীদের তেমন ভোগান্তিতে পড়তে হবে না বলে আশা করা যাচ্ছে। যানজটে পড়লেও যাত্রীদের ভোগান্তি কমাতে তাদের পক্ষ থেকেও নানা উদ্যোগ নেয়া হয়েছে।   

এইচআ/  


যানজট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন