বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬১ বছর পর নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়লেন চোই *** নাহিদ ইসলামের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক *** তলেতলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস *** নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি *** জাকসু নির্বাচন আজ, এখনো মেলেনি ডোপ টেস্টের ফলাফল *** শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম *** নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন *** গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং *** নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির *** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে শীঘ্রই সরাসরি ফ্লাইট চালু হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১২ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে শিগগিরই। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসাইন এই ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, আগামী কয়েক মাসের মধ্যে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার (২৮শে জানুয়ারি) রাতে পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন এবং দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইসলামাবাদ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইসিসিআই) সভাপতি নাসির মনসুর কোরেশির সাথে বৈঠক করেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসাইন।

এসময় হাইকমিশনার বলেন, ফ্লাইট চলাচলের এই ঘোষণাটি দুটি দেশের মধ্যে সংযোগ বাড়াতে এবং শক্তিশালী অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

আরো পড়ুন : সপ্তাহে ৩ দিন ছুটি, চার দিন কাজ!

তিনি আরও জানিয়েছেন, ঢাকা থেকে করাচি এবং লাহোরের মধ্যে কার্গো ফ্লাইটগুলোও শিগগিরই শুরু হবে। এর ফলে উভয় দেশের মধ্যে বাণিজ্য ও ব্যবসায়িক বিনিময় আরও সহজতর হবে।

ইকবাল হুসাইন বাংলাদেশে চিনি, ইস্পাত, অস্ত্রোপচারের যন্ত্রপাতি, সিমেন্ট, শুকনো ফল, গোলাপী লবণ, দুগ্ধজাত পণ্য, মার্বেল এবং কয়লার মতো পণ্য রপ্তানির মাধ্যমে বিভিন্ন খাতে পাকিস্তানের জন্য সুযোগের কথা উল্লেখ করেন।

তিনি আরও বলেন, পাকিস্তান বাংলাদেশ থেকে চা এবং পাটজাত পণ্য আমদানি করতে পারে, যা দুই দেশের মধ্যে একটি পরিপূরক বাণিজ্য গতিশীলতা তৈরি করবে।

এস/ আই.কে.জে/ 

বাংলাদেশ-পাকিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন