সাকিব আল হাসানের রেকর্ড ভেঙে অনেক দূর যেতে চান তাইজুল ইসলাম। ছবি: ক্রিকইনফো
কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ধুঁকছে বাংলাদেশ। দল যেমনই করুক, তাইজুল ইসলাম তার বাঁহাতের স্পিন ভেলকিতে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন। রেকর্ড গড়তে থাকা তাইজুলের লক্ষ্য সাকিব আল হাসানকে ছাড়িয়ে বহুদূর যাওয়া।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তাইজুল ১৩১ রানে নিয়েছেন ৫ উইকেট। তাতে সাকিবকে ছুঁয়ে ফেলেছেন তাইজুল। বিদেশের মাঠে টেস্টে সাকিব, তাইজুল—দুই বাঁহাতি স্পিনারই পাঁচবার করে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। এ তালিকায় সাকিবকে ছাড়াতে দেশের বাইরে টেস্টে আরেক ইনিংসে ৫ উইকেট নিলেই হবে তাইজুলের।
আজ শুক্রবার (২৭শে জুন) তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন তাইজুল। সাকিবকে ছাড়িয়ে কতদূর যেতে চান—এমন প্রশ্নের উত্তরে তাইজুল বলেন, ‘আমার লক্ষ্য একটাই, আমি যতদিন বাংলাদেশ ক্রিকেটের হয়ে খেলব, যেন বাংলাদেশকে প্রতিনিধত্ব করতে পারি। ভালো কিছু ফল যেন এনে দিতে পারি, সেটাই আমার লক্ষ্য।’
টেস্টে উইকেট নেওয়ার ক্ষেত্রে সাকিবের সঙ্গে তাইজুলের প্রতিযোগিতা বেশ জমে উঠেছে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৪৬ উইকেট সাকিবের। দুইয়ে থাকা তাইজুল নিয়েছেন ২৩৭ উইকেট। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ইনিংসে ৫ উইকেট সাকিব ও তাইজুল নিয়েছেন ১৯ ও ১৭ বার।
সাকিবের রেকর্ড ভাঙার প্রসঙ্গ এলে তাইজুল বলেন, ‘আমরা পেশাদার ক্রিকেটার। আমাদের এটা একটা পেশা। সাকিব ভাইকে ছাড়িয়ে যেতেও পারি, আবার নাও পারি। সাকিব ভাই অবশ্যই বড় ক্রিকেটার। যখন আপনি কিংবদন্তিদের ছাড়িয়ে যাবেন, নিজের মনের মধ্যেও ভালো লাগা কাজ করবে।’
শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ৯ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে তাইজুল ও নাঈম। যেখানে তাইজুল গলে প্রথম ইনিংসে ১৫৬ রান খরচ করে নিয়েছিলেন ১ উইকেট। নিজের বাকি ৮ উইকেট নিতে বাংলাদেশের বাঁহাতি স্পিনার খরচ করেছেন ১৫৪ রান।
কী এমন জাদু দেখাচ্ছেন, সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে তাইজুল বলেন, ‘যেখান থেকে শুরু করেছিলাম, সেভাবেই করেছি। কিছু ভেরিয়েশন থাকে হয়তোবা। কোন উইকেটে কোন সিম পজিশনে বল করলে কেমন আচরণ হতে পারে, শুধু সেই জিনিসটাই ধারাবাহিকভাবে করেছি।’
শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে ৫ উইকেট নেওয়ার পথে তাইজুল আরও এক মাইলফলক ছুঁয়েছেন। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০ উইকেটের কীর্তি গড়েছেন। ২০১৯ সাল থেকে শুরু হওয়া আইসিসির এই টেস্ট ইভেন্টে ২৫ ম্যাচে তাইজুলের উইকেট ১০৪। এ তালিকায় দুইয়ে থাকা মেহেদী হাসান মিরাজ টেস্ট চ্যাম্পিয়নশিপে নিয়েছেন ৮৭ উইকেট।
খবরটি শেয়ার করুন