শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারত যে পারমাণবিক বোমা ফেলেনি, এটা পাকিস্তানের বুঝতে সময় লেগেছে ৩০-৪৫ সেকেন্ড *** আসাদের ঘনিষ্ঠদের যেভাবে ধরা হচ্ছে সিরিয়ায় *** সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত বাংলাদেশিদের ফেরত পাঠাবে মালয়েশিয়া: পররাষ্ট্র উপদেষ্টা *** এনবিআরের কমিশনারসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু *** গুপ্তচর সন্দেহে বিপুলসংখ্যক আফগানকে দেশে ফেরত পাঠাচ্ছে ইরান *** ডেঙ্গু শনাক্তে ১৯ হাজার কম্বো কিট দিল চীন *** বিশ্বকাপে চোখ রেখে এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ *** সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন *** মোটর ও ইলেক্ট্রনিকস খাতে যৌথ উদ্যোগ চান বাংলাদেশ-পাকিস্তানের ব্যবসায়ীরা *** আইজিপির সঙ্গে ইউনেসকো প্রতিনিধির সাক্ষাৎ

ইরান-ইসরায়েল যুদ্ধ নিয়ে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৬ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

বুলগেরিয়ার অন্ধ জ্যোতিষী বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী সারা পৃথিবীতে বেশ আলোচিত। ইরান-ইসরায়েল যুদ্ধ নিয়ে বাবা ভাঙ্গা বলেছিলেন, পূর্ব এবং পশ্চিমের মধ্যে সংঘাত হবে। ২০২৫ সাল নিয়ে বাবা ভাঙ্গা বলেছিলেন এ বছরে যুদ্ধ কোনোভাবে থামবে না। খবর টাইমস অব ইন্ডিয়ার।

২০২৫ সালে মানুষ তার শক্তির প্রদর্শন করতে পিছপা হবে না বলেও সতর্কবার্তা দিয়েছিলেন তিনি। এ ছাড়া এ বছর থেকে টেলিপ্যাথির ব্যবহার বাড়বে বলেও দাবি করেছিলেন এ বুলগেরিয়ান জ্যোতিষী। 

যদিও তার ভবিষ্যদ্বাণী নিয়ে নানা তর্ক রয়েছে। তবে তার সমর্থকরা মনে করছেন বাবা ভাঙ্গার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে মিলেছে। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে তিনি যে কথা বলেছিলেন তা ফলেছে। 

এ ছাড়া ১৯৮৯ সালে সেপ্টেম্বর মাসে যে হামলা হয়েছিল তার কথাও বলেছিলেন তিনি। সেখানে আমেরিকার ওপর যে হামলা হবে সে কথাও তিনি জানিয়েছিলেন। আমেরিকার বুকে ৯-১১ হামলা অনেকটা যেন তার কথাকেই বাস্তব রূপ দিয়েছিল।

যদিও তার সব কথা বাস্তব রূপ নেয়নি। তিনি বলেছিলেন তৃতীয় বিশ্বযুদ্ধ হবে ২০১০ সাল থেকে ২০১৪ সালের মধ্যে। যেটি হয়নি। তিনি আরও বলেছিলেন ২০২৩ সালে ভিনগ্রহের প্রাণীরা এসে হামলা করবে সেটাও হয়নি।

তবে ২০২৫ সাল যে যুদ্ধের বছর হবে সে কথা তিনি বলেছিলেন। সে কথা খানিকটা হলেও এখন চলছে। তবে তার সব কথা কতটা ফলে সেটা জানার জন্য বছরের বাকি ছয় মাস অপেক্ষা করতে হবে। ১৯৯৬ সালে মারা যান বিশ্বখ্যাত বুলগেরিয়ার অন্ধ জ্যোতিষী বাবা ভাঙ্গা।

আরএইচ/

ইরান-ইসরায়েল যুদ্ধ বুলগেরিয়ার অন্ধ জ্যোতিষী বাবা ভাঙ্গা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন