ছবি: সংগৃহীত
প্রচলিত রয়েছে, মেয়েদের মন নাকি বোঝা বেশ কঠিন। এমনকি, সোশাল মিডিয়ায় নানা মিম ঘুরে বেড়ায় মেয়েদেরকে বোঝার জন্য। তবে বিশেষজ্ঞরা বলেন, একটু চোখ-কান খোলা রাখলে সহজেই বোঝা যায়, নারী কখন আদর চাইছেন, কখন চাইছেন না। এর জন্য নজর রাখতে হয় গোটা একটা দিন!
সম্প্রতি আমেরিকার একটি বিশ্ববিদ্য়ালয়ে এ নিয়ে একটি গবেষণা করা হয়েছে। যেখানে অংশ নিয়েছিলেন প্রায় শতাধিক নানা বয়সের নারীরা। এ গবেষণায় উঠে এসেছে বেশ কিছু তথ্য। যেখানে ফাঁস হয়েছে নারীদের মনের গোপন ইচ্ছা। যা কীনা পুরুষদের অবশ্য়ই জানা উচিত। চলুন, ভারতের পশ্চিমবঙ্গের সংবাদ প্রতিদিন পত্রিকার অনুবাদে সেগুলো জেনে নিই-
১) গবেষণা বলছে, যে নারীর সেক্সের ইচ্ছা হবে, তার সেই ইচ্ছে জাগা শুরু হবে দিনের শুরু থেকে। নানা অজুহাতে মেয়েরা যৌনতা নিয়ে গল্প করবেন। শুধু তাই নয়, গোপনে হয়তো নীল ছবির দিকেও নজর রাখবেন আপনার সঙ্গী।
২) নারীর মনে যেদিন সঙ্গমের ইচ্ছা তিনগুণ হবে, সেদিন লক্ষ্য রাখবেন, অল্প পোশাক পরে আপনার সামনে দিয়ে ঘুরপাক খাবে। শুধু তাই নয়, নজর রাখবেন, তারা নিশ্চয়ই অনলাইন শপিংয়ে খোলামেলা পোশাক অর্ডার করবে। যা কী না মূলত সঙ্গমকে উসকে দিতে কাজে লাগে।
৩) গবেষণা বলছে, গোটা দিনই নারীর স্বর অন্যান্য দিনের তুলনায় মৃদু হবে। চোখ হবে ঢুলুঢুলু। যেন একটা মায়া জড়ানো। ঘুমঘুম। তাদের আদব-কায়দাও একটা ছন্নছাড়া ভাব থাকবে।
৪) গবেষকরা মনে করছেন, সেক্সের ইচ্ছা জাগলে নারীরা তাদের পুরুষ সঙ্গীর মন খুশি করার জন্য নানা কিছু করবেন। ভালো ভালো খাবার বানাবেন, গান শোনাবেন কিংবা একসঙ্গে সময় কাটানোর নানা প্ল্যানও তৈরি করবেন। তাই বিষয়টি নজরে রাখুন।
৫) লক্ষ্য রাখবেন। এদিন গোসলখানায় একটু বেশি সময় কাটাবেন নারীরা। নিজেকে আরও বেশি পরিচ্ছন্নও করবেন। শুধু তাই নয়, গোসল শেষে নিজের গায়ে সুগন্ধীও ছড়াবেন। বিশেষজ্ঞরা বলছেন, আসলে এ সবই প্রিয় পুরুষকে উসকে দেওয়ার নানা হাতিয়ার।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন