ভারতের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার কার্যালয়। ছবি: সংগৃহীত
ভারতের শেয়ারবাজারের বিকল্প (অপশনস্) ট্রেডিংয়ে আমেরিকান কোয়ান্টিটেটিভ ট্রেডিং ফার্ম জেন স্ট্রিটের বিশাল অঙ্কের মুনাফা করেছে। এ নিয়ে ভারতীয় পুঁজিবাজারে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একটি আদালত মামলায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভারতীয় অপশনস্ মার্কেটে ১০০ কোটি ডলারেরও বেশি মুনাফা করার অভিযোগ উঠলে ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা এসইবিআই (সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া) নড়েচড়ে বসে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, অভিযোগের পরিপ্রেক্ষিতে এসইবিআই ওই আমেরিকান ট্রেডারের লেনদেনের ধরন খতিয়ে দেখতে তদন্ত শুরু করে। এসইবিআই-এর অন্তর্বর্তীকালীন প্রতিবেদনে জেন স্ট্রিটের কিছু নির্দিষ্ট ট্রেডিং কৌশলের মাধ্যমে বিশাল অঙ্কের মুনাফা অর্জনের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এতে বাজারের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন উঠেছে।
এসইবিআইয়ের অন্তর্বর্তীকালীন প্রতিবেদন অনুযায়ী, জেন স্ট্রিট গ্রুপ বিশেষ করে ব্যাংক নিফটি অপশনস্-এর মেয়াদপূর্তির দিনগুলোতে সুনির্দিষ্ট কৌশল ব্যবহার করে লেনদেন করত। এ কৌশল তাদের মোট সূচক অপশনস্ মুনাফার ৪০ শতাংশ এনে দিয়েছে। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ৩১শে মার্চের মধ্যে প্রতিষ্ঠানটি ৪৩ হাজার ২৮৯ দশমিক ৩ কোটি রুপি মুনাফা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে গত বছরের ১৭ই জানুয়ারি জেন স্ট্রিটের এবং অন্যান্য ১৪টি ব্যাংকের নিফটি অপশনস্ মেয়াদপূর্তির দিনের লেনদেন বিশ্লেষণ করে এ অস্বাভাবিক মুনাফার কৌশলগুলো চিহ্নিত করা হয়েছে।
উল্লেখ্য, ব্যাংক নিফটি বা নিফটি ব্যাংক, ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) একটি গুরুত্বপূর্ণ স্টক মার্কেট ইনডেক্স। এটি বিশেষভাবে ভারতীয় ব্যাংকিং খাতের পারফরম্যান্স ট্র্যাক করে। সহজ কথায়, এটি ভারতের শীর্ষস্থানীয় এবং সবচেয়ে সক্রিয়ভাবে লেনদেন হওয়া ১২টি ব্যাংকের স্টকের সম্মিলিত গতিবিধি এবং অবস্থান পরিমাপ করে।
খবরটি শেয়ার করুন