(বাঁ থেকে) প্রিয়ন্তি উর্বি, ইয়াশ রোহান ও তানজিন তিশা। ছবি: সংগৃহীত
ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু নিয়ে সিনেমা বানিয়েছেন তানিম রহমান অংশু। সিনেমার নাম ‘নসিব’। আগামী ১০ই জুলাই গানচিল ড্রামা অ্যান্ড সিনেমা নামের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে সিনেমাটি।
নাফিজাকে নিয়ে পুলিশ কর্মকর্তা সাইফের সুখের সংসার। সেই সংসারে হঠাৎ করেই অনুপ্রবেশ ঘটে তৃতীয় ব্যক্তির। ব্ল্যাক ম্যাজিকের ছোঁয়ায় প্রতিহিংসার আগুনে পুড়তে শুরু করে তাদের সংসার। কী করবে ভেবে পায় না সাইফ। জীবনে যা বিশ্বাস করেনি, তাই আঁকড়ে ধরার চেষ্টা করে উদ্ধারের আশায়। কিন্তু শেষ রক্ষা কি হয়? গল্পে উঠে এসেছে প্রেম, বিশ্বাস, প্রতিশোধ আর অতিপ্রাকৃত শক্তির টানাপোড়েন।
মূলত তিনটি চরিত্র নিয়ে এগিয়েছে সিনেমার কাহিনি। গানচিল প্রোডাকশনের ব্যানারে নির্মিত এ ইউটিউব ফিল্মে গুরুত্বপূর্ণ তিনটি চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তানজিন তিশা এবং প্রিয়ন্তি উর্বি। নসিবের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাল্য বোস। চিত্রগ্রহণে জাকারিয়া হাসান মুন্না। গত ৭ই জুলাই গানচিল ড্রামা অ্যান্ড সিনেমা নামের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে নসিবের ট্রেলার।
নসিব নিয়ে নির্মাতা তানিম রহমান অংশু বলেন, ‘নসিবের মূল ভাবনাটা আমার। মানুষের জীবনে যে বিশ্বাস, ভয় ও নিয়তির খেলা চলে, তা নিয়েই এর গল্প। এতে ব্ল্যাক ম্যাজিক যেমন আছে, তেমনি প্রেম, প্রতিশোধ ও সাইকো থ্রিলার ধাঁচের টুইস্টও পাবেন দর্শক।’
জে.এস/
খবরটি শেয়ার করুন