ছবি: সংগৃহীত
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রথম চালানে ভারতে গেলো বাংলাদেশি ইলিশ। দুই হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির প্রথম চালানে ভারতে যাচ্ছে ১৮ মেট্রিক টন (১৮ হাজার কেজি)।
বৃহস্পতিবার (২৬শে সেপ্টেম্বর) দুপুরে ছয় ট্রাক ইলিশ পৌঁছে বেনাপোল বন্দরে। মাছের মান পরীক্ষার পর বিকাল ৩টার দিকে দেওয়া হয় ভারতে যাওয়ার অনুমতি। প্রতি কেজি মাছের রপ্তানি মূল্য পড়েছে ১০ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ১২০০ টাকা কেজি।
এর আগে ২৪শে সেপ্টেম্বর বেনাপোল বন্দর দিয়ে ৪৯ জন রপ্তানিকারককে দুই হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির ছাড়পত্র দেয় বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যে ৪৮ জনকে ৫০ মেট্রিক টন করে ও একজনকে ২০ মেট্রিক টন মাছ রপ্তানির অনুমতি দেওয়া হয়। এই অনুমতির মেয়াদ আগামী ১২ই অক্টোবর পর্যন্ত।
আরও পড়ুন: আশুলিয়ায় অধিকাংশ কারখানায় উৎপাদন শুরু
উৎসবের মৌসুমে বাংলাদেশের পক্ষ থেকে ২০১২ সাল থেকে কয়েক বছর পশ্চিমবঙ্গে পদ্মার ইলিশ যাচ্ছে। আগের সরকারগুলো এটিকে ‘উপহারের ইলিশ’ হিসেবে আখ্যা দিয়েছিল। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পরে অন্তর্বর্তীকালীন সরকার ভারতে ইলিশ পাঠানো নিয়ে কঠোর মনোভাবের কথা জানায়। পরে অবশ্য অবস্থান পরিবর্তন করে ভারতে বাংলাদেশের জাতীয় মাছটি রপ্তানি করছে।
বেনাপোল মৎস্য অফিসের ফিশারিজ কোয়ারেন্টিইন অফিসার মাহবুবুর রহমান গণমাধ্যমকে জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতিপত্র নিয়ে ইলিশের চালান বন্দরে আসার পর মান যাচাই করে ভারতে রপ্তানির অনুমতি দেওয়া হয়। প্রথম চালানে ছয়টি প্রতিষ্ঠানকে ১৮ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। সন্ধ্যার দিকে যদি আরও মাছের ট্রাক বন্দরে আসে তাদেরকেও প্রবেশের অনুমতি দেওয়া হবে।
এসি/ আই.কে.জে/কেবি