বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার *** রক্ষণাবেক্ষণের কাজে কর্ণফুলী টানেলে ৪ দিন যান চলাচল সীমিত থাকবে *** শুল্কে সুবিধা পেতে আমেরিকার গম বাড়তি দামে কিনবে সরকার

অভিনয়ে আসছেন নওয়াজুদ্দিনের কন্যা, অডিশনেই বাজিমাত

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৯ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউডে পা রাখার আগেই অভিনয় দক্ষতা দিয়ে নেটিজেনদের মন কেড়েছেন নওয়াজুদ্দিন সিদ্দিকীর কন্যা শোরা। সম্প্রতি সামাজিক মাধ্যমে মেয়ের একটি অডিশনের ভিডিও শেয়ার করেছেন নওয়াজ। আর তাতেই প্রশংসায় পঞ্চমুখ অনুসারীরা। তথ্যসূত্র এনডিটিভি মুভিজের।

ওই ভিডিওতে দেখা যায়, ইংরেজিতে ডায়লগ ডেলিভারি দিচ্ছেন শোরা। ভিডিওটির কমেন্ট সেকশনে এক অনুসারী লিখেছেন, ‘মন ভরে গেল।’ আরেকজন লিখেছেন, ‘কী অসাধারণ অভিনয় করলেন!’ আরেকজন মন্তব্য করেছেন ‘নিশ্চয়ই বলিউডে রাজ করবেন নওয়াজ কন্যা।’ আরেকজন বলছেন, ‘বাবার মতোই প্রতিভাবান কন্যা। অবশ্যই গর্বিত হওয়ার মতো মুহূর্ত।’

গত বছর এক সাক্ষাৎকারে অভিনয়ের প্রতি শোরার প্যাশনের কথা উল্লেখ করেছিলেন নাওয়াজুদ্দিন সিদ্দিকী। তিনি বলেন, ‘আমার মেয়ে এখন অভিনয়টা শিখছে। সে নিজে পারফর্মিং আর্ট ফ্যাকাল্টিতে গিয়ে শিক্ষকের সামনে দুই হাত জোর করে বলেছে যে, সে অভিনয় শিখতে চায়।’

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া আরেক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি যা করেছি বা শিখেছি তাই আমার সন্তানের করতে হবে এমন কিছুতে আমি বিশ্বাসী নই। শোরার ওপর আমি সেই চাপ তৈরি করতে চাই না। ও নিজের পৃথিবীকে কীভাবে দেখছে, সেটা গুরুত্বপূর্ণ। জীবন সম্পর্কে ওর নিজস্ব ব্যাখ্যা থাকা দরকার—আমার চাপিয়ে দেওয়া কিছু ধারণ করা নয়। আমার অভিজ্ঞতা, প্রশিক্ষণ এবং জীবন ভিন্ন ছিল। আমি যেভাবে পৃথিবীকে দেখতাম, তাতে আমার অভিজ্ঞতাও সেভাবেই তৈরি হয়েছে। তাই আমি যদি শোরাকে বলি, আমার অভিজ্ঞতা থেকে শিখো, সেটা ভুল হবে। আমি ওর ওপর সে চাপ দিতে চাই না।’ শোরা বর্তমানে লন্ডনে অভিনয় শিখছেন।

জে.এস/

নওয়াজুদ্দিন সিদ্দিকী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন