মঙ্গলবার, ২৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০২৭ সালের জুনের পর ‘করছাড়’ থাকবে না *** ‘বিএসসিপিএলসি আন্তর্জাতিক ব্যান্ডউইডথ পরিবহনে মাইলফলক অতিক্রম করেছে’ *** ‘পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের মতো গাজাও ফিলিস্তিনের অংশ’ *** ‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে এখনো আলোচনা হয়নি: প্রেস সচিব *** আগামীকাল শেষ হচ্ছে মেঘনায় মাছ ধরায় নিষেধাজ্ঞা *** ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর শিরোপা জয় *** মৎস্য উন্নয়ন করপোরেশনে জনবল নিয়োগ *** স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়: ড. দেবপ্রিয় *** বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সনদ–বাণিজ্য, বন্ধে প্রয়োজন কঠোর পদক্ষেপ *** হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন করলেন ড. ইউনূস

বেনারসি ভালো থাকবে যেভাবে, জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৬ অপরাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রত্যেক মেয়েরই বিয়ের বেনারসির সঙ্গে জড়িয়ে থাকে আবেগ। নিজের বিয়ের শাড়িটি সারা জীবন নিজের কাছে রেখে দেন, পরম যত্নে। খুব সতর্কতা মেনে যত্ন করে উঠিয়ে রাখলে, কয়েক বছর গড়াতেই তা নষ্ট হয়ে যায়। তখন তা নিয়ে মন খারাপের শেষ থাকে না। কিন্তু কেন এমন হয়, তা ভেবে দেখেছেন কি?

কারণ একটি বেনারসি তৈরি করতে উন্নত মানের সিল্ক এবং ফাইন জরি দিয়ে। সেই জরির কারুকার্য আর সিল্কের বুননের জন্য প্রয়োজন বাড়তি বা বিশেষ যত্নের। আপনার ছোট ছোট ভুলও সেই শাড়িটি নষ্ট করে দিতে পারে। তাই জেনে নিন কীভাবে রাখলে সারাজীবন ভালো থাকবে বেনারসি।

সুতি কাপড়ে মুড়িয়ে রাখুন শাড়ি

বেনারসি কখনও আপনার অন্য শাড়ি সঙ্গে রাখবেন না। এতে শাড়ির ক্ষতি হতে পারে। বিশেষ করে অন্য শাড়ির সঙ্গে ঘষা লেগে বেনারসির ফ্যাব্রিক নষ্ট হয়ে যেতে পারে। আর এতে বেনারসি শাড়িটি আর পরার উপযুক্ত নাও থাকতে পারে। সময়ের আগেই বেনারসি শাড়ির জমিন খারাপ হয়ে যায়। তাই বেনারসি শাড়ি একটি সুতির কাপড়ে মুড়িয়ে আলাদা করে তুলে রাখুন। তাতেই সেটি সারা জীবন সুরক্ষিত ও সুন্দর থাকবে।

আরো পড়ুন : পুরনো শাড়ি ফেলে না রেখে যা করতে পারেন

বেনারসি হ্যাঙারে নয়

অনেকে মনে করেন, হ্যাঙারে শাড়ি থাকলে সেটি বেশি দিন ভালো থাকবে। এটা একদমই ঠিক নয়। এতে শাড়িতে টান লাগতে পারে। অনেক সময় ফেসে যাওয়ার সম্ভাবনাও থাকে। এছাড়াও হ্যাঙারে রাখলে বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই দীর্ঘ বছর শাড়িটিকে ভালো রাখতে কখনও এভাবে রাখবেন না।

শাড়ি ড্রাই ক্লিন করুন

বিয়ের বেনারসি আমরা ঘন ঘন পরি না, তাই সেই শাড়ি কাচারও প্রয়োজন পড়ে না। আর আপনারও সেদিকে খেয়াল রাখা জরুরি। যদি বেনারসি শাড়ি পরিষ্কার করার প্রয়োজন হয়, তাহলে দোকানে দিয়ে ড্রাই ক্লিনিং করিয়ে নেবেন। ভুলেও সাবান বা পানিতে দেবেন না, তাহলে শাড়ির জরি নষ্ট হয়ে যেতে পারে। আর এই জরি একবার নষ্ট হলে, আর ঠিক হবে না।

রোদে নয়, ছায়াতে মেলে দিন

অনেকে শাড়ি পরলে তা উঠিয়ে রাখারে আগে রোদে দিয়ে থাকেন। আবার বদ্ধ জায়গা থেকে বের করে একটু রোদে দিয়ে তুলে রাখেন, তাহলে অনেকদিন ভালো থাকে। তবে বেনারসির ক্ষেত্রে এই কাজটি মোটেই করা যাবে না। বেনারসিতে সরাসরি রোদ লাগলে শাড়ির ফ্যাব্রিকের রং নষ্ট হয়ে যেতে পারে। এমনকি ফ্যাব্রিকেও ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। তাই এসব শাড়ি আলমারি থেকে বের করে ছায়ায় মেলে দিন, যেন সেখানে সরাসরি রোদ এসে না পড়ে। তারপরে ভাঁজ বদলে আবার আলমারিতে তুলে রাখুন। এতেই আপনার শাড়ি থাকবে একদম রঙিন ও নতুনের মতো।

এস/  ‪আই.কে.জে

শাড়ি বেনারসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন