সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ

চট্টগ্রামে ৫০০ বস্তা ভারতীয় চিনিসহ ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৪ অপরাহ্ন, ২১শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে অবৈধ উপায়ে আমদানি করা ৫০০ বস্তা ভারতীয় চিনিসহ মো. বোরহান আলমদার (২৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। রোববার (২১শে এপ্রিল) দুপুরে র‍্যাবের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।

আটকৃত ব্যক্তি পটিয়ার আলমদার পাড়া এলাকার মো. আমিন শরীফের ছেলে। বোরহানকে চট্টগ্রামের বাকলিয়া থানাধীন মধ্যম চাক্তাই চালপট্টি এলাকা থেকে আটক করা হয়।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অসাধু ব্যবসায়ী চাক্তাই চালপট্টি এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় চিনি আমদানি করে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

আরো পড়ুন: ঘরে বসে টেলিস্কোপ বানালো দশম শ্রেণির ছাত্র 

ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার রাতে বোরহানকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার দেখানো মতে একটি লরির ভেতর থেকে ৫০০ বস্তা (২৫ মেট্রিক টন) ভারতীয় চিনি এবং চিনি পরিবহনে ব্যবহৃত একটি লরি জব্দ করা হয়।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশল অবলম্বন করে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় চিনি আমদানি করত সে। অবৈধভাবে মজুত রেখে বেশি মূল্যে সেগুলো বিক্রি করে আসছিল।

উদ্ধার করা ভারতীয় চিনির আনুমানিক মূল্য ৩৭ লাখ ৫০ হাজার টাকা। তাকে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

এইচআ/ আই.কে.জে/ 

ভারতীয় চিনি ব্যবসায়ী আটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন