বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬১ বছর পর নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়লেন চোই *** নাহিদ ইসলামের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক *** তলেতলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস *** নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি *** জাকসু নির্বাচন আজ, এখনো মেলেনি ডোপ টেস্টের ফলাফল *** শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম *** নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন *** গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং *** নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির *** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত

‘দেবদাস’ সিনেমায় পার্বতীর শাড়ির বিষয়ে যা জানা গেল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৪ অপরাহ্ন, ১৮ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘দেবদাস’ ভারতীয় সিনেমা ইতিহাসের অন্যতম জনপ্রিয়। সিনেমাটি আজও দর্শকের মনে আলাদা জায়গা করে রেখেছে। ছবির শেষভাগে দেবদাসের জন্য পার্বতী চরিত্রে ঐশ্বরিয়া রাইয়ের দৌড়ের দৃশ্যে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া যে লাল পাড় সাদা শাড়ি পরেছিলেন, সেটির জন্য ফ্যাশন ডিজাইনার সময় পেয়েছিলেন মাত্র এক রাত। খবর নিউজ এইটটিনের।

ফ্যাশন ডিজাইনার নীতা লুল্লা সম্প্রতি নিউজ এইটটিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ সিনেমার নানা অভিজ্ঞতার কথা জানান। কীভাবে হঠাৎ ঐশ্বরিয়ার জন্য একটি লম্বা শাড়ি তৈরি করার চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন তিনি সে বিষয়ে কথা বলেন।

নীতা বলেন, ‘ঐশ্বরিয়ার লুক তৈরি করার জন্য আমাকে শুধু এক রাত দেওয়া হয়েছিল। শেষের দৃশ্যে যে শাড়িটি ঐশ্বরিয়া পরেছিলেন, সেটির দৈর্ঘ্য ছিল প্রায় ১২ থেকে ১৪ মিটার লম্বা। এর জন্য একটি সুতি শাড়ি দরকার ছিল আমার। সবকিছু প্রস্তুত করে আগের দিন পরিচালককে যখন দেখাই, তখন তিনি বলেন যে এ শাড়ি যথেষ্ট লম্বা নয়।’

নীতা আরও বলেন, ‘সেই মুহূর্তে পরিচালকের মনে হয়েছিল যে ঐশ্বরিয়ার শাড়িতে যেহেতু আগুন লেগে যাবে, তাই শাড়িটা আরও বড় করা উচিত। ছোট শাড়ি হলে দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা থেকে যায়। পরদিন ছিল ওই শেষের দৃশ্যের শুটিং। উপায় না পেয়ে রাত ১১টায় একজন কাপড় বিক্রেতাকে ফোন করে দোকান খুলতে বলি। এরপর ২-৩টি শাড়ি একসঙ্গে জুড়ে একটি লম্বা শাড়ি তৈরি করি।’

নীতা বলেন, ‘পরদিন সাড়ে আটটা নাগাদ ওই শাড়ি লাগত পরিচালকের। সারা রাত জেগে আমাদের দুটি ১৩ মিটার লম্বা শাড়ি তৈরি করতে হয়েছিল। এটা এমন একটা অভিজ্ঞতা ছিল, যা চিরকাল আমার মনে থেকে যাবে।’

তবে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘দেবদাস’ বাণিজ্যিকভাবে সফল হয়েছিল। এর পাশাপাশি পাঁচটি জাতীয় চলচ্চিত্রে পুরস্কার জেতে এ ছবি। আর সিনেমায় দেবদাস চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান।

আরএইচ/

শাহরুখ খান দেবদাস সিনেমা পার্বতী চরিত্রে ঐশরিয়া রায় সঞ্জয় লীলা বানসালি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন