সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় প্যালেস্টাইনিদের জন্য নতুন ফিল্ড হাসপাতাল ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৭ অপরাহ্ন, ১২ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলায় আহত প্যালেস্টাইনিদের চিকিৎসা দিতে গাজায় নতুন একটি ফিল্ড হাসপাতাল খুলেছে ইসরায়েল। রাষ্ট্রটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধিভুক্ত সংস্থা কো-অর্ডিনেট অব গভর্নমেন্ট অ্যাক্টিভিটিজ ইন দ্য টেরিটোরিজের (কোগাট) এবং আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল মেডিকেল কর্পসের (আইএমসি) যৌথ উদ্যোগে গাজার দেইর আল-বালাহ এলাকায় স্থাপন করা হয়েছে হাসতালটি।

ইতোমধ্যে হাসপাতালটির চিকিৎসা কার্যক্রমও শুরু হয়ে গেছে বলে শনিবার (১১ই মে) এক বিবৃতিতে জানিয়েছে আইডিএফ।

আরো পড়ুন: জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস

বিবৃতিতে বলা হয়েছে, ‘গাজার বেসামরিক লোকজনদের চিকিৎসা ও অন্যান্য সহায়তা প্রদান করতে আইডিএফ এবং কোগাট সমন্বিতভাবে যেসব কাজ করছে, সেসবের মধ্যে নতুন এই ফিল্ড হাসপাতালটি অন্যতম। নতুন এই হাসপাতালটিতে চিকিৎসাসেবা দেবেন বাইরের বিভিন্ন দেশের ১৫০ জন ডাক্তার এবং নার্স। হাসপাতালটিতে রোগীদের জন্য প্রয়োজনীয় শয্যা, ওষুধ, খাদ্য, পানি ও তাঁবুর ব্যবস্থা রয়েছে।

চিকিৎসার জন্য বাইরে থাকা আনা প্রতিটি সামগ্রী ভালোভাবে নজরদারি করার পর সেগুলো হাসপাতালে নিয়ে আসা হয় বলে জানিয়েছে আইডিএফ।

সূত্র : রয়টার্স

এইচআ/  

 




ইসরায়েল-হামাস যুদ্ধ ফিল্ড হাসপাতাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন