মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা *** জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা মুলতবি

ভোক্তা অধিকারের অভিযানে অবশেষে কমলো ইলিশের দাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

ফরিদপুরে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ অভিযানের ফলে ইলিশের দাম প্রকারভেদে কেজি প্রতি ২০০ থেকে ৩০০ টাকা কমে যায়।

বৃহস্পতিবার (২৬শে সেপ্টেম্বর) দুপুরে হাজি শরীয়াতুল্লাহ বাজারে এ অভিযান চালানো হয়। ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ডিমের দামে কারসাজি করা, ডিমের ক্রয়-বিক্রয় রসিদ না থাকা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে বাদশা মিয়া ভ্যারাইটিজ স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে ফরিদপুরে ভরা মৌসুম থাকলেও ইলিশের দাম বৃদ্ধি পাওয়ায় ইলিশের আড়ত, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের মাঝে অভিযান পরিচালনা করা হয়। এ ছাড়া অভিযানের পর ইলিশের দাম কমেছে কেজি প্রতি ২০০ থেকে ৩০০ টাকা। ফলে ইলিশের দাম প্রকারভেদে ১৪০০ টাকা থেকে কমে ১২০০ টাকায় বিক্রি হয়।

ইলিশের আড়তে পাকা ক্রয় রসিদ না থাকা, ভোক্তা পর্যায়ে দাম বেশি নেওয়া ও বিমল দত্ত মৎস্য আড়তকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ এবং সতর্ক করা হয়। পাকা ভাউচার সংরক্ষণ করা এবং ইলিশের বাজারে সিন্ডিকেট যেন না হয় মর্মেও বসায়ীদেরকে সতর্ক করা হয়।

ফরিদপুর জেলা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ব্যাটালিয়ন আনসার এবং সংশ্লিষ্ট বাজার ব্যবস্থাপনা কমিটির নেতারা উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

অভিযান প্রসঙ্গে সহকারী পরিচালক মো. সোহেল শেখ গণমাধ্যমকে জানান, অস্থির হয়ে ওঠা ডিমের ও ইলিশের বাজারে দাম সহনীয় পর্যায়ে ফিরিয়ে আনতে ফরিদপুর শহরের হাজী শরীয়াতুল্লাহ বাজারসহ বিভিন্ন বাজার তদারকিও করা হয়। এ সময় ডিমের দামে কারসাজি করা, ক্রয়-বিক্রয় রসিদ না থাকা, মূল্যতালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে বাদশা মিয়া ভ্যারাইটিজ স্টোরকে ১০ হাজার টাকা এবং বিমল দত্ত ইলিশ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

তিনি আরও জানান, বাজার তদারকি ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ওআ/কেবি

ইলিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন