শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আসাদের ঘনিষ্ঠদের যেভাবে ধরা হচ্ছে সিরিয়ায় *** সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত বাংলাদেশিদের ফেরত পাঠাবে মালয়েশিয়া: পররাষ্ট্র উপদেষ্টা *** এনবিআরের কমিশনারসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু *** গুপ্তচর সন্দেহে বিপুলসংখ্যক আফগানকে দেশে ফেরত পাঠাচ্ছে ইরান *** ডেঙ্গু শনাক্তে ১৯ হাজার কম্বো কিট দিল চীন *** বিশ্বকাপে চোখ রেখে এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ *** সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন *** মোটর ও ইলেক্ট্রনিকস খাতে যৌথ উদ্যোগ চান বাংলাদেশ-পাকিস্তানের ব্যবসায়ীরা *** আইজিপির সঙ্গে ইউনেসকো প্রতিনিধির সাক্ষাৎ *** সাগরে ৩ নম্বর সতর্কসংকেত, সপ্তাহজুড়ে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস

না জানিয়ে ইউটিউবে নাটক রিলিজ, নির্মাতা ও অভিনেতার ক্ষোভ

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২৪ পূর্বাহ্ন, ১৪ই জুন ২০২৫

#

‘আপন পর’ নাটকে নিলয় ও তানিয়া বৃষ্টি। ছবি: সংগৃহীত

নাটক কিংবা সিনেমার প্রচার নিয়ে নির্মাতা, প্রযোজক ও অভিনয়শিল্পীদের পাল্টাপাল্টি অভিযোগ নতুন কিছু নয়। এবার ঈদের একটি নাটকের প্রচার নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেতা নিলয় আলমগীর। সোশ্যাল মিডিয়ায় এ অভিনেতা জানান, নির্মাতা ও অভিনয়শিল্পীদের না জানিয়ে দীপ্ত নাটক নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে ‘আপন পর’ নামের একটি নাটক।

ইউটিউবে নাটক প্রকাশের আগে ফেসবুকে পোস্টার, ট্রেলার রিলিজ করেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। তবে ঈদের তৃতীয় দিন দীপ্ত টিভিতে প্রচারের পর গতকাল দীপ্ত নাটক ইউটিউব চ্যানেলে কোনো রকম প্রচার ছাড়াই প্রকাশ পেয়েছে নাটক ‘আপন পর’। ইউটিউবে নাটক প্রচারে আসার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নির্মাতা রাখি ও অভিনেতা নিলয় জানান, নাটকটি রিলিজের বিষয়ে তারা কিছুই জানেন না।

ফেসবুকে নিলয় আলমগীর লেখেন, ‘দীপ্ত টিভির ইউটিউব চ‍্যানেলে আমার একটি নাটক রিলিজ হয়েছে আজকে (গতকাল শুক্রবার, ১৩ই জুলাই)। কিন্তু রিলিজের ব‍্যাপারে আমরা কোনো আর্টিস্ট জানি না, পরিচালক নিজেও জানেন না। হয়তো এ নাটকের প্রযোজক আলী বশির সাহেব জানেন।’

যে কোনো কাজ মানুষের কাছে পৌঁছানোর জন্য প্রচার গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটি উল্লেখ করে নিলয় লেখেন, ‘যেহেতু ডিজিটাল প্ল‍্যাটফর্মে রিলিজ হয়েছে, তাহলে নিশ্চয়ই কিছু প্রচার-প্রচারণার দরকার আছে। কিন্তু দীপ্ত টিভির হয়তো সেটির দরকার নেই।’

এ বিষয়ে দীপ্ত টিভির ডিজিটাল ডিপার্টমেন্টের কর্মকর্তার দিকে প্রশ্ন তুলেছেন অভিনেতা। নিলয় আলমগীরের পোস্ট শেয়ার করে নির্মাতা হাসিব হোসেন রাখি লিখেছেন, ‘একটা নাটক আপলোড করার আগে নাটকের ডিরেক্টর, আর্টিস্টদের সঙ্গে কথা বলা উচিত।’

আপন পর নাটকে নিলয় আলমগীরের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। আরও আছেন আশরাফুল আলম সোহাগ, হানিফ পালোয়ান ও শর্মী প্রমুখ।

এইচ.এস/

নাটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন