বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

শাকিব খানের নতুন সিনেমা নিয়ে প্রশ্ন দীপা খন্দকার ও সৈকত নাসিরের

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১০ অপরাহ্ন, ৬ই জুলাই ২০২৫

#

দীপা খন্দকার ও সৈকত নাসির। ছবি: সংগৃহীত

নানা জল্পনা শেষে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। গত বুধবার (২রা জুলাই) আবু হায়াত মাহমুদের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে শুরু হবে নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটির শুটিং। তবে এর মধ্যেই সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে আলোচনা-সমালোচনা। এতে শাকিব খানের চরিত্র ও নায়িকা নিয়ে আপত্তির কথা জানিয়েছেন অভিনেত্রী দীপা খন্দকার ও নির্মাতা সৈকত নাসির।

নির্মাতা আবু হায়াত মাহমুদ জানিয়েছেন, এটি হবে অ্যাকশন ঘরানার সিনেমা। নির্মিত হবে বিশাল আয়োজনে। গুঞ্জন আছে, এ সিনেমায় অভিনয়ের জন্য ৩ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন শাকিব খান। সিনেমার বিষয়বস্তু প্রকাশ না করলেও গুঞ্জন ছড়িয়েছে, এতে দেখা যাবে নব্বইয়ের দশকের অপরাধজগতের গল্প। যেখানে শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের চরিত্রে অভিনয় করবেন শাকিব খান।

এর আগে ‘তুফান’, ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’ সিনেমায়ও নেতিবাচক চরিত্রে পর্দায় হাজির হয়েছেন এ নায়ক। তাতেই আপত্তি নির্মাতা সৈকত নাসিরের। কালা জাহাঙ্গীরের মতো একজন খুনিকে কেন নায়ক বানানো হচ্ছে—এমন প্রশ্ন তুলেছেন তিনি।

ফেসবুকে সৈকত নাসির লেখেন, ‘শাকিব খানের প্রজেক্ট নিয়ে খবর আসছে—তিনি কুখ্যাত সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের জীবনী নিয়ে সিনেমা করতে চলেছেন! কিন্তু ভাবছি, কালা জাহাঙ্গীর কে ছিলেন? একজন নির্দয় খুনি, চাঁদাবাজ, মাদক পাচারকারী। যার রেকর্ডে আছে রক্তপাত, ভয় ও অবৈধ কার্যকলাপ। অনেক অপরাধীর জীবনীতে কিছু সামাজিক কাজ বা দ্বন্দ্বময় পরিচয় থাকে, কিন্তু কালা জাহাঙ্গীরের তেমন কোনো ইতিবাচক দিক ইতিহাসে প্রমাণিত নয়।’

একজন সন্ত্রাসীর নামে সিনেমা তৈরি করা কতটুকু নৈতিক, সে প্রশ্ন রেখেছেন সৈকত নাসির। নতুন এ সিনেমায় শাকিবের নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি এখনো। তবে গুঞ্জন আছে, এতে শাকিবের সঙ্গে দেখা যাবে টালিউডের মধুমিতা সরকারকে। এমন একটি ফটোকার্ড ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল সেই ফটোকার্ড শেয়ার করে দেশের সিনেমায় বিদেশি নায়িকা নিয়ে আপত্তির কথা জানিয়েছেন অভিনেত্রী দীপা খন্দকার। ফেসবুকে অভিনেত্রী লিখেছেন, ‘এটা কি যৌথ প্রযোজনার সিনেমা? যদি শুধু বাংলাদেশের সিনেমা হয়, তাহলে ফিমেল লিড রোল করার মতো কোনো শিল্পী কি আমাদের দেশে নেই? কেন এমন কাস্টিং হচ্ছে?’

দেশের সিনেমায় টালিউড অভিনেত্রীদের অভিনয়ের বিষয়টি নতুন কিছু নয়। অনেক আগে থেকেই এ দেশে কাজ করছেন পশ্চিমবঙ্গের নায়িকারা। সাম্প্রতিক সময়ে সেই সংখ্যাটা আরও বেড়েছে। বিশেষ করে, গত তিন বছরে শাকিব খান অভিনীত বেশিরভাগ সিনেমায় দেখা গেছে দেশের বাইরের নায়িকাদের। সবশেষ গত রোজার ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের দুই সিনেমার নায়িকা ছিলেন দুই টালিউড অভিনেত্রী দর্শনা বণিক ও ইধিকা পাল।

বাংলাদেশের শিল্পীরাও টালিউডে কাজ করছেন নিয়মিত। এক দশকের বেশি সময় ধরে সেখানে কাজ করছেন জয়া আহসান ও নুসরাত ফারিয়া। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, রাফিয়াত রশিদ মিথিলা, পরীমণি, তাসনিয়া ফারিণরাও হয়ে উঠছেন সেই ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। বিষয়টি স্পষ্ট ফুটে উঠেছে দীপা খন্দকারের পোস্টের মন্তব্যের ঘরে। অনেকেই মন্তব্য করেছেন, আমাদের দেশের শিল্পীরা টালিউডে কাজ করতে পারলে, সে দেশের শিল্পীরা আমাদের এখানে কাজ করলে সমস্যা কোথায়!

জে.এস/

ঢাকাই সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন