নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। ফাইল ছবি
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব আগামী ছয় মাসের জন্য বাংলাদেশ নৌবাহিনীকে দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বন্দর পরিচালনার দায়িত্বে থাকা সাইফ পাওয়ারটেকের চুক্তির মেয়াদ আগামী ৭ই জুলাই শেষ হওয়ার পর এ দায়িত্বে আসবে নৌবাহিনী।
একই সঙ্গে দুবাইভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দীর্ঘ মেয়াদে ওই টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনাধীন রয়েছে।
সচিবালয়ে আজ বুধবার (২রা জুলাই) চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনাবিষয়ক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব তথ্য জানান নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
সাখাওয়াত হোসেন বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে কর্তৃত্ব দেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এনসিটি পরিচালনার জন্য অপারেটর নিয়োগ করবে, অপারেটরের সঙ্গে চুক্তি করতে পারবে। এনসিটি পরিচালনার জন্য নৌবাহিনীকে আগামী ছয় মাসের জন্য দায়িত্ব দিতে উপযুক্ত বিবেচনা করছে সরকার।
চট্টগ্রাম বন্দর পরিচালনায় দায়িত্বরত সাইফ পাওয়ারটেকের চুক্তির মেয়াদ ৭ই জুলাই শেষ হওয়ার পর তাদের সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়ানো হবে না বলে জানান নৌপরিবহন উপদেষ্টা।
খবরটি শেয়ার করুন