শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

৫ই আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান’ দিবসে সাধারণ ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১৯ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকারের পতনের দিন ৫ই আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবসে’ সাধারণ ছুটি পালন করবে সরকার। আজ বুধবার (২রা জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন ও পরিপত্র জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার প্রতিবছর ৫ই আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে। ওই তারিখে সাধারণ ছুটি পালন করা হবে। ওই তারিখে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন-সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১শে অক্টোবর জারি করা পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

এ-সংক্রান্ত পরিপত্রে প্রতিবছর ৫ই আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে।

আরেক পরিপত্রে বলা হয়েছে, সরকার প্রতিবছর ১৬ই জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে এবং উক্ত তারিখ ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের জন্য এ-সংক্রান্ত পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

পরিপত্রে দিবসটি যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে। আলাদা পরিপত্রে বলা হয়েছে, উপদেষ্টা পরিষদের ঘোষিত ৮ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস উদ্‌যাপন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাধারণ ছুটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন