বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াতের একাত্তরের ভূমিকার বিরোধিতা করার নৈতিক অবস্থান আ. লীগ, বিএনপির নেই *** সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল *** দক্ষিণ এশিয়ায় চার বছরে তিন সরকারের পতন, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসছে কী *** ডাকসুতে ছাত্রশিবিরের বিজয়ে জাতীয় পার্টির অভিনন্দন *** জেন-জি বিক্ষোভে সমর্থন জানালেন নেপালের সাবেক মাওবাদী প্রধানমন্ত্রী প্রচন্ড *** নেপাল থেকে ঢাকায় ফিরলেন জামালরা *** ভারত থেকে বিদ্যুৎ আমদানি বাড়িয়েছে বাংলাদেশ *** ছাত্রদলের ভোট বর্জনের পর শিবিরের ঐক্যের ডাক *** জাকসুর ভোট গ্রহণ শেষ, এখন গণনার পালা *** আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন: সিইসি

ঈদে সিনেমা অনেক, প্রচার কম

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০৮ অপরাহ্ন, ২৯শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

গতকাল বুধবার (২৮শে মে) বাংলাদেশের আকাশে দেখা গেছে জিলহজ মাসের চাঁদ। সে হিসাবে আগামী ৭ই জুন উদ্‌যাপন হবে কোরবানির ঈদ। এবার ঈদ উপলক্ষে দেশের হলে মুক্তির তালিকায় রয়েছে এক ডজন সিনেমা। মুক্তির ৯ দিন বাকি থাকলেও ঈদের সিনেমার প্রচারে দেখা যাচ্ছে না তোড়জোড়। কয়েকটি সিনেমার কথা বাদ দিলে ঈদের সিনেমার প্রচারের অবস্থা খুব নাজুক।

প্রতিবারের মতো এই ঈদেও মুক্তি পাচ্ছে শাকিব খানের সিনেমা। ১৮ই মে মুক্তি পেয়েছে ‘তাণ্ডব’ সিনেমার টিজার। রায়হান রাফির পরিচালনায় এতে শাকিব খানের সঙ্গে দেখা গেছে জয়া আহসানকে। প্রায় ১০ বছর পর একসঙ্গে পর্দায় ফিরলেও তাণ্ডবে তারা প্রতিদ্বন্দ্বী। টিজারে তেমনটাই বোঝা যাচ্ছে। 

এর আগে এ সিনেমায় শাকিবের সঙ্গে সাবিলা নূরের শুটিং দৃশ্য ফাঁস হলেও এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি নায়িকার নাম। গতকাল রাতে প্রকাশিত হয়েছে তাণ্ডবের টাইটেল গান। জানা গেছে, এখনো চলছে সিনেমার শুটিং।

গত সোমবার প্রকাশ পেয়েছে সঞ্জয় সমদ্দারের ‘ইনসাফ’ সিনেমার টিজার। ১ মিনিট ২২ সেকেন্ডের ভিডিওতে আভাস পাওয়া গেছে ধুন্ধুমার অ্যাকশনের। এর আগে শরিফুল রাজ, মোশাররফ করিম ও তাসনিয়া ফারিণের ক্যারেক্টার লুক প্রকাশ করা হয়েছে। এখনো পাওয়া যায়নি ইনসাফের কোনো গান।

এদিকে ১৪ই মে সংবাদ সম্মেলন করে ঘোষণা করা হয় তারকাবহুল সিনেমা ‘উৎসব’ মুক্তির। তবে এখন পর্যন্ত দুটি পোস্টার ছাড়া কোনো প্রচার চোখে পড়েনি। আসেনি কোনো গান, দেখা মেলেনি টিজার কিংবা ট্রেলারের। তানিম নূরের পরিচালনায় এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, সাদিয়া আয়মান, সুনেরাহ বিনতে কামালসহ অনেকে।

‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমায় খুনের রহস্য উদ্‌ঘাটন করবেন আজমেরী হক বাঁধন। টিজার প্রকাশ করে গত বছর ঈদে মুক্তি দেওয়ার কথা জানানো হয়েছিল। একাধিকবার পেছানোর পর এ কোরবানির ঈদে আসছে সিনেমাটি। প্রকাশ পেয়েছে সিনেমার নতুন টিজার। তবে কোনো গান বা ট্রেলার প্রকাশ করা হয়নি এখনো। সত্য ঘটনা অবলম্বনে এশা মার্ডার বানিয়েছেন সানী সানোয়ার।

রোশান-বুবলী আসছেন সরকারি অনুদানের ‘সর্দার বাড়ির খেলা’ সিনেমা নিয়ে। সিনেমার প্রধান দুই চরিত্রের ক্যারেক্টার লুক প্রকাশ করা ছাড়া আর কোনো প্রচার চোখে পড়েনি এখনো। সর্দার বাড়ির খেলা বানিয়েছেন রাখাল সবুজ।

একই অবস্থা ‘নাদান’, ‘শিরোনাম’ ও ‘গোঁয়ার’ সিনেমার। পোস্টার প্রকাশ করে মুক্তির ঘোষণা দেওয়ার পর আর কোনো খবর নেই। ফরহাদ হোসেনের ‘নাদান’ সিনেমায় অভিনয় করেছেন শ্যামল মাওলা, সায়মা স্মৃতি প্রমুখ। ‘শিরোনাম’ সিনেমায় নিরবের সঙ্গে আছেন ইয়ামিন হক ববি। পরিচালনা করছেন অনিক বিশ্বাস। জানা গেছে, এখনো বাকি আছে এ সিনেমার কিছু দৃশ্য ধারণের কাজ।

আরও নাজুক অবস্থায় আছে জাহিদ জুয়েলের ‘পিনিক’ ও বিপ্লব হায়দারের ‘আলী’। ঈদে মুক্তির প্রস্তুতির কথা জানালেও এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি নির্মাতারা। সেন্সর পেলে সিনেমার প্রচার শুরু করবেন বলে জানিয়েছেন বিপ্লব হায়দার। অন্যদিকে শিগগিরই টিজার রিলিজ করে পিনিক সিনেমার প্রচার শুরু করবেন বলে জানিয়েছেন নির্মাতা।

অন্যান্য সিনেমার চেয়ে প্রচারে কিছুটা এগিয়ে মিঠু খানের ‘নীলচক্র’ ও অলোক হাসানের ‘টগর’। আরিফিন শুভ-মন্দিরা চক্রবর্তী অভিনীত নীলচক্র সিনেমার টিজার, পোস্টার রিলিজের পাশাপাশি প্রকাশ পেয়েছে ‘এই শহরের অন্ধকারে’ শিরোনামের গান। 

কণ্ঠ দিয়েছেন জালালি শাফায়াত, সুর করেছেন বালাম। গান প্রকাশ পেয়েছে টগর সিনেমারও। রনক ইকরামের লেখা ‘১০০% দেশি’ শিরোনামের গানটি গেয়েছেন কামরুজ্জামান রাব্বি ও জাকিয়া সুলতানা কর্নিয়া। ভিডিওতে পারফর্ম করেছেন সিনেমার প্রধান দুই অভিনয়শিল্পী আদর আজাদ ও পূজা চেরি।

এইচ.এস/

ঢাকাই সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জামায়াতের একাত্তরের ভূমিকার বিরোধিতা করার নৈতিক অবস্থান আ. লীগ, বিএনপির নেই

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫

সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল

🕒 প্রকাশ: ০৭:৫৯ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫

দক্ষিণ এশিয়ায় চার বছরে তিন সরকারের পতন, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসছে কী

🕒 প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫

ডাকসুতে ছাত্রশিবিরের বিজয়ে জাতীয় পার্টির অভিনন্দন

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫

জেন-জি বিক্ষোভে সমর্থন জানালেন নেপালের সাবেক মাওবাদী প্রধানমন্ত্রী প্রচন্ড

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫