মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ *** ২৪শে জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত *** ঠাকুরগাঁওয়ে অপহৃত কিশোরী ৫০ দিন পর টাঙ্গাইলে উদ্ধার, গ্রেপ্তার ১ *** ভারত থেকে আজই দেশে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জাম *** পাইলট খালি মাঠে বিমানটি নামানোর চেষ্টা করেছিলেন: বিমানবাহিনীর প্রধান *** ইস্তাম্বুলে শান্তি আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন

‘ডিয়ার মা’ সিনেমার সহশিল্পীর সঙ্গে রোমান্টিক পোজে জয়া আহসান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৭ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

ওপারে জয়া আহসানের নতুন তিন সিনেমার খবর। এ মাসের শুরুতে শেষ করেছেন কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’র শুটিং। ১৮ই জুলাই পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘ডিয়ার মা’। আর ১লা আগস্ট মুক্তি পাবে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ‘পুতুলনাচের ইতিকথা’।

ঘনিয়ে এসেছে ডিয়ার মা সিনেমার মুক্তির তারিখ। আর এক সপ্তাহ পরেই বড় পর্দায় দেখা যাবে সিনেমাটি। জয়া এখন তাই ভীষণ ব্যস্ত প্রমোশনে। সিনেমার প্রচারের অংশ হিসেবে সম্প্রতি দ্য টেলিগ্রাফের আয়োজনে একটি ফটোশুটে অংশ নেন। জয়ার সঙ্গে ছিলেন রোমান্টিক পোজে সহশিল্পী চন্দন রায় স্যানাল।

অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় এটি জয়ার দ্বিতীয় সিনেমা। এর আগে এই নির্মাতার ‘কড়ক সিং’ দিয়ে বলিউডে অভিষেক হয় জয়া আহসানের। অভিনেত্রী জানান, দুই বছর আগে নিজের জন্মদিন উপলক্ষে অনিরুদ্ধ রায়চৌধুরীর কাছ থেকে উপহার হিসেবে এই সিনেমার চিত্রনাট্য পেয়েছিলেন তিনি।

রক্তের সম্পর্ক নাকি ভালোবাসার টান? এটাই ডিয়ার মা সিনেমার মূল থিম। জয়া বলেন, ‘এটি মা-মেয়ের সম্পর্কের গল্প। টোনিদা (অনিরুদ্ধ) তো মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের গল্প বলেন, তেমনই একটা গল্প। মা, সন্তান, সম্পর্ক, পরিবার—এগুলো নিয়ে গল্প এগোবে। প্রত্যেক মা তার সন্তানকে নিয়ে যে লড়াইটা করেন, তা বারবার অনুধাবন করছিলাম এই সিনেমাটি করতে গিয়ে। এ সিনেমা দেখে পারিবারিক বন্ধনের ব্যাপারটি অনুধাবন করতে পারবে সবাই।’

চন্দন রায় সান‌্যালের সঙ্গে এটিই জয়ার প্রথম সিনেমা। দুজনের ঘনিষ্ঠ দৃশ্য আছে সিনেমায়। প্রথমবার কাজে কতটা সহজ হওয়া যায়, প্রশ্নের জবাবে জয়া বলেন, ‘আমার কিছুই মনে হয় না। কারণ, এরকম দৃশ্যের জন্য খুব কমফোর্ট জোন তৈরি করা হয়েছিল। দ্বিতীয়ত, জানতাম টোনিদা খুব অ্যাসথেটিক্যালি শুট করবে। ফলে আমার চেয়ে অনেক বেশি চিন্তা ছিল টোনিদার, আমি একেবারেই চিন্তা করিনি।’

জে.এস/

জয়া আহসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন