মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

কেন বিয়ে করছেন না সালমান, জানালেন বাবা সেলিম খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৩ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

কিছুদিন আগেই ৫৯ বছর পূর্ণ করেছেন বলিউড ভাইজান সালমান খান। কিন্তু তার অনুরাগীদের কাছে অভিনেতার বয়স এখনও কেবলই সংখ্যামাত্র। তাই আজও তারা অপেক্ষায়, কবে বিয়ের পিঁড়িতে বসছেন সালমান?   

 এই বিষয়ে মুখ খুলেছিলেন সালমানের বাবা সেলিম খান। 

সালমানের বাবা এক সাক্ষাৎকারে বলেছিলেন, সালমানের বিষয়ে কী বলবো, আমি সত্যি জানি না। সালমানের ভাবনাচিন্তায় কিছু দ্বন্দ্ব রয়েছে। সে কারণে ও বিয়ে করছে না। একসঙ্গে কাজ করতে করতেই প্রেমে পড়ে সালমান। তারা প্রত্যেকেই খুব সুন্দরী। কাজ করতে করতেই আলাপ হয় ও তার পর ঘনিষ্ঠতা তৈরি হয়। তাই ছবির নায়িকাদের সঙ্গেই সম্পর্ক তৈরি হয়েছে সালমানের

কিন্তু প্রেমে পড়ার পরে সালমানের দৃষ্টিভঙ্গি নাকি বদলে যায়। প্রেমে পড়লে সেই নায়িকাদের মধ্যেই মায়ের গুণাগুণ খুঁজতে থাকেন তিনি। তাই সেলিম মনে করেন, একজন উচ্চাকাঙ্ক্ষী মহিলার মধ্যে মায়ের গুণ খুঁজে বেড়ানো মোটেই সঠিক সিদ্ধান্ত নয়। কেন কোনও মহিলা নিজের কাজ ছেড়ে শুধুমাত্র সংসারে মন দেবেন? ভাইজানের বাবা বলেছিলেন, “কেউ নিজের কাজকর্ম ছেড়ে কেন বিয়ে করে বাড়িতে বসে থাকবেন? এই ধরনের ভাবনাচিন্তাই সালমানের  বড় সমস্যা।”

সেলিম বলেছিলেন, প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার পরেই সেই মানুষটাকে পরিবর্তন করার চেষ্টা করে সালমান। প্রেমিকার মধ্যে নিজের মাকে খুঁজতে থাকে। সেটা তো কখনওই সম্ভব নয়।

সালমানের বাবার স্পষ্ট মতামত, একজন কর্মরতা মহিলা কখনওই সন্তানের দেখাশোনা, তাকে স্কুলে দিয়ে আসা বা সংসারের কাজ করতে পারেন না।

এই মুহূর্তে ভাইজান তার আসন্ন ছবি ‘সিকন্দর’-এর প্রচার নিয়ে ব্যস্ত। ছবির প্রথম ঝলক ইতিমধ্যেই সাড়া ফেলেছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

ওআ/কেবি


সালমান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন