ছবি: সংগৃহীত
প্রেম, বিচ্ছেদ, বেদনা আর আশার বহু গানে শ্রোতার মনে স্থায়ী আসন তৈরি করেছেন কণ্ঠশিল্পী মনির খান। অনেকদিন প্লেব্যাক থেকে একটু দূরে ছিলেন তিনি। সময়ের স্রোতে হারিয়ে যাওয়া নয়, বরং নিজের ভেতরে জমে থাকা কিছু প্রশ্নের উত্তর খুঁজতে তার এই বিরতি।
বিরতির পর ‘যন্ত্রণার আগুন’ সিনেমায় দুটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এর সংগীতায়োজন করেছেন বাবলুর রহমান। সিনেমাটি পরিচালনা করছেন পাতলা খান। সম্প্রতি রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে এর রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন মনির খান।
সিনেমায় নতুন গান প্রসঙ্গে মনির খান বলেন, ‘বেশ বিরতির পর অসাধারণ কথার সিনেমার গান গাইতে পেরে ভালোই লাগছে। একসময় সিনেমায় প্রচুর গান করেছি। দিনরাত ব্যস্ততা লেগেই থাকত। সিনেমার যে গানগুলোতে আমার কণ্ঠ প্রয়োজন, নির্মাতারা সেই গানের জন্য এখন আমাকে ডাকতেন। সময় সুযোগ পেলে এখনো সিনেমার গান করছি। এখন তরুণ শিল্পীরাই প্লেব্যাকে করছেন বেশি। শ্রোতারা তা পছন্দও করছেন। তাদের তো জায়গা ছেড়ে দিতে হবে।’
জে.এস/
খবরটি শেয়ার করুন