মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

রমজানে বাজার নিয়ন্ত্রণে কঠোর থাকবে ভোক্তা অধিদপ্তর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩২ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, আসন্ন রমজানকে সামনে রেখে বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে থাকবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত দুই মাস আগেই রমজানকে ঘিরে সব ধরনের পণ্য সরবরাহ করা হয়েছে।

রোববার (২৮শে জানুয়ারি) বরগুনায় বাজার নিয়ন্ত্রণে অভিযান শেষে তিনি এ কথা বলেন।  

তিনি আরো বলেন, সব ধরনের পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে। বিপণন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারলেই ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারবেন ভোক্তারা। অসাধু ব্যবসায়ীদের কঠোরভাবে দমন করে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা হবে। 

আরো পড়ুন: সাফারি পার্কে প্রবেশে টিকিট মিলবে অনলাইনে 

এর আগে সকাল ১০টায় সদরের আলিয়া মাদরাসা সড়কের চালের আড়ত থেকে কর্মকর্তাদের নিয়ে অভিযান শুরু করেন তিনি।  

জেলার মাদরাসা সড়ক ও কাজী নজরুল ইসলাম সড়ক, ধর্মতলা এলাকায় বাজার তদারকি করেন তিনি। এসময় ছয় ব্যবসায়ীকে সতর্ক করা হয়। অভিযানে অতিরিক্ত মহাপরিচালক, জেলা প্রশাসক, ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযান শেষে বন্দরক্লাবে বণিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

এইচআ/ আই.কে.জে/


রমজান মাস ভোক্তা অধিকার বাজার নিয়ন্ত্রণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন