ছবি: সংগৃহীত
হুকুমদাতাদের কথায় সবকিছু হয়, কিন্তু কেউ দেখতে পায় না এই অদৃশ্য হুকুমতদাতাদের। যাদের ইশারায় পুরো দেশের অনেক কিছু পরিচালিত হয়। অথচ তারা সবসময় থেকে যায় ধরা-ছোঁয়ার বাইরে। এমন প্লট নিয়েই নির্মিত হয়েছিল ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’। জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত সিরিজটি নির্মাণ করেছিলেন শিহাব শাহীন।
এবার নির্মাতা জানিয়েছেন শিগগিরই ‘গোলাম মামুন ২’ এর নির্মাণ কাজ শুরু করবেন তিনি। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছিল অপূর্ব অভিনীত ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’।
সিরিজটিতে অপূর্ব অভিনয় করেছিলেন একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে। সিরিজটির মাধ্যমে অপূর্বকে নতুনভাবে আবিষ্কার করেছিলেন দর্শকেরা। দুর্দান্ত অভিনয়, অ্যাকশন দৃশ্যে অপূর্বর সাবলীলতা দারুণভাবে মুগ্ধ করে দর্শকদের।
নতুন সিরিজটি নিয়ে নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘গোলাম মামুন ২’ এর এখন স্ক্রিপ্টিং চলছে, এই মাসটা লেগে যাবে। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের মাঝামাঝিতে শুটিং শুরু করব।’
জে.এস/
খবরটি শেয়ার করুন