বুধবার, ১০ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন *** গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং *** নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির *** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত *** ‘আমাদের আন্দোলন ছিনতাই হয়ে গেছে’, বলছে নেপালের জেন–জি *** ছাত্রদলের প্রার্থীদের শুভকামনা জানিয়ে পোস্ট, ব্রাহ্মণবাড়িয়ার ওসিকে প্রত্যাহার *** নিজেদের সবটুকু দিয়ে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনব: আবিদুল *** মিয়ানমারের খনিজ পেতে বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় ভারত *** ব্রিটেনে উৎসবমুখর পরিবেশে উদীচীর দ্বাদশ সম্মেলন *** জয় উপলক্ষে দোয়া ও শব্বেদারি কর্মসূচি ছাত্রশিবিরের, হবে না আনন্দমিছিল

কপিরাইট আইন লঙ্ঘন করছে মিডজার্নি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

এআই স্টার্টআপ মিডজার্নির বিরুদ্ধে মামলা করেছে হলিউডের স্টুডিও ওয়ার্নার ব্রস। তাদের অভিযোগ, কোনো অনুমতি ছাড়া ব্যবহারকারীদের সুপারম্যান, ব্যাটম্যান, বাগস বানি এবং অন্যান্য চরিত্রের ছবি ও ভিডিও তৈরি করতে দিচ্ছে মিডজার্নি। সূত্র: দ্য ভার্জ। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওয়ার্নার ব্রসের অভিযোগ, আগে মিডজার্নি সাবস্ক্রাইবারদের কপিরাইট লঙ্ঘন করার মতো কনটেন্ট তৈরি করতে বাধা দিত। কিন্তু সম্প্রতি তারা এ ধরনের নিয়ম তুলে দিয়েছে।

মামলায় বলা হয়েছে, মিডজার্নি প্ল্যাটফর্মে ব্যাপকভাবে কপিরাইট লঙ্ঘন করা হলেও এ বিষয়ে গুরুত্ব দিচ্ছে না। এটি মূলত লাভের উদ্দেশ্যে পূর্বপরিকল্পিত সিদ্ধান্ত নেওয়া।

ওয়ার্নার ব্রস এই মামলায় আইন লঙ্ঘন থেকে প্রাপ্ত অর্থ ফেরত এবং ভবিষ্যতে এমন লঙ্ঘন বন্ধ করার নির্দেশ চাচ্ছে।

এর আগে জুন মাসে ওয়াল্ট ডিজনি ও ইউনিভার্সাল মিডজার্নির বিরুদ্ধে ডার্থ ভেডার, বার্ট সিম্পসন, শ্রেক ও অন্যান্য চরিত্রের কপিরাইট লঙ্ঘনের জন্য মামলা করেছিল। মিডজার্নি তখন যুক্তি দিয়েছিল, এসব চরিত্র ব্যবহার করে এআই মডেল প্রশিক্ষণ দেওয়া মার্কিন কপিরাইট আইনের ‘ফেয়ার ইউজ’ ধারার মধ্যে আসে। মিডজার্নি এখনো এই মামলার বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, মিডজার্নি ইমেজ জেনারেশন প্ল্যাটফর্মটি ২০২২ সালের মাঝামাঝি বেটা ভার্সন প্রকাশ করে। এর নেতৃত্বে আছেন ডেভিড হোলজ। মিডজার্নি দিয়ে ২০২২ সালের জুন মাসে ব্রিটিশ ম্যাগাজিন ‘দ্য ইকোনমিস্ট’-এর একটি সংখ্যার প্রচ্ছদ তৈরি করা হয়েছিল।

জে.এস/

তথ্যপ্রযুক্তি অভিযোগ মিডজার্নি কপিরাইট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন