সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘৮৬ ৪৭’ সংখ্যা নিয়ে যে কারণে বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৫ অপরাহ্ন, ১৭ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার তদন্ত সংস্থা এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমিকে ‘নোংরা পুলিশ’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে ঘিরে গতকাল শুক্রবার এমন মন্তব্য করেন তিনি। খবর এএফপির।

গত বৃহস্পতিবার (১৫ই মে) এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমি ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছিলেন, যেটি পরবর্তিতে মুছে ফেলা হয়। ওই পোস্টে সামুদ্রিক শামুকের একটি ছবি ছিল। আর শামুকের গায়ে লেখা ছিল ‘৮৬ ৪৭’। 

আর ইনস্টাগ্রামে কোমির এ পোস্টের প্রতিক্রিয়া জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প দাবি করেন, কোমি ওই পোস্টের মধ্য দিয়ে তাকে হত্যার গোপন আহ্বান জানিয়েছেন।

এদিকে ‘৮৬’ সংখ্যাটি দিয়ে আমেরিকার পুরোনো একটি সংকেত বোঝানো হয়ে থাকে। এই সংকেত মূলত ‘মেরে ফেলা’ অর্থে বোঝানো হয়। আর ‘৪৭’ দিয়ে ট্রাম্পকে বোঝানো হয়েছে, ট্রাম্প ৪৭তম প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল শুক্রবার (১৬ই মে) ফক্স নিউজে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে বলেন, ‘কোমি জানতেন, ওটা দিয়ে ঠিক কী বোঝায়। ওই সংকেতের মানে ছিল হত্যা, সেটা স্পষ্টভাবে বলা হয়েছে। মূল কথা হলো, তিনি খুব একটা দক্ষ নন। তবে ওটার মানে বোঝার মতো দক্ষতা তো তার আছেই।’

এ ছাড়া ট্রাম্প কোমিকে উদ্দেশ্য করে বলেন, তিনি (কোমি) প্রেসিডেন্টকে হত্যার আহ্বান জানাচ্ছেন। তিনি একজন ‘নোংরা পুলিশ’। 

এদিকে আলোচিত পোস্টটি ডিলিট করার পর ইনস্টাগ্রামে কোমি আরেকটি পোস্টে লেখেন, সেদিন সৈকতে হাঁটার সময় কিছু শামুক দেখতে পান এবং তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। তার মনে হয়েছে, শামুকগুলোতে রাজনৈতিক বার্তা লেখা আছে।

এফবিআইয়ের সাবেক এ পরিচালক আরও লিখেছেন, ‘আমি বুঝতেই পারিনি যে কিছু লোক এ সংখ্যাগুলোর সঙ্গে সহিংসতার সম্পর্ক খুঁজে পাবে। সেটা কখনো আমার মাথায় আসেনি, তবে আমি যেকোনো ধরনের সহিংসতার বিরোধী, তাই পোস্টটি মুছে ফেলেছি।’ 

তবে ট্রাম্প প্রশাসনের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান ক্রিস্টি নোয়েম বলেন, তারা সঙ্গে প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস যৌথভাবে বিষয়টি তদন্ত করছে। আর এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আরএইচ/


প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তা হুমকি জেমস কোমি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন