বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৫ শতাংশের নিচে নামবে না শুল্ক, ঘোষণা ট্রাম্পের *** সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি চায় বিএনপি *** আরও মামলায় গ্রেপ্তার ইনু-পলক-মমতাজ *** সমালোচনার মুখে বাংলাদেশ ব্যাংকের ‘ড্রেস কোড’ প্রত্যাহার *** সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন *** স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: উপদেষ্টা আসিফ *** গ্রেপ্তারের ১২ ঘণ্টার মধ্যে পরিবারকে জানাতে হবে *** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি

প্রতি ছক্কা, প্রতি উইকেটে ফিলিস্তিনি শিশুদের জন্য ১ লাখ রুপি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫২ অপরাহ্ন, ১৩ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতানের প্রতিটি ছক্কা ও উইকেটে ফিলিস্তিনি শিশুদের জন্য তহবিলে যোগ হবে এক লাখ পাকিস্তানি রুপি। গতকাল শনিবার (১২ই এপ্রিল) মুলতানের প্রথম ম্যাচেই তহবিলে যোগ হয়েছে ১৫ লাখ রুপি, ম্যাচের পর মুলতান সুলতানসের এক্স পেজে এ তথ্য জানানো হয়েছে। এ টুর্নামেন্টে আরও অন্তত ৯টি ম্যাচ খেলবে মুলতান। খবর এএফপির।

ফিলিস্তিনিদের পাশে থাকার কথা জানিয়ে মুলতান সুলতানসের মালিক আলী খান তারিন এক ভিডিও বার্তায় বলেছেন, ‘এবারের পিএসএলের মাধ্যমে আমরা ফিলিস্তিনকে সহায়তার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ব্যাটসম্যানদের প্রতিটি ছক্কায় ফিলিস্তিনের তহবিলে এক লাখ রুপি করে দেওয়া হবে। এ ছাড়া বোলারদের প্রতিটি উইকেটেও এক লাখ রুপি দেওয়া হবে। এ অর্থ বিশেষ করে শিশুদের জন্য।’

এদিকে মুলতান সুলতানসের  অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানও অনুদানের বিষয়ে বলেছেন, ‘আমাদের প্রতিটি ছক্কা, প্রতিটি চার এবং প্রতিটি উইকেটে ফিলিস্তিনের গাজার শিশুদের জন্য কিছু করতে চাই।’

গতকাল শনিবার (১২ই এপ্রিল) মুলতান সুলতানস প্রতিটি ছক্কা ও উইকেটে এক লাখ রুপি অনুদান ঘোষণার পর করাচির বিপক্ষে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ২৩৪ রান তোলে। দুই শ’ ছাড়ানো এ ইনিংসে ছক্কা হয়েছে মোট ৮টি, চার ২৩টি।

আগামী ১৬ই এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে মুলতান সুলতানসের পরবর্তী ম্যাচ।

আরএইচ/


পিএসএল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন