বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের মেয়েদের রেকর্ড গড়ে জয়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ১০ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের মেয়েদের শুরুটা হলো রেকর্ডময় এক জয়ে। আজ (১০ই এপ্রিল) পাকিস্তানের লাহোরে থাইল্যান্ডকে ১৭৮ রানে হারিয়ে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রানের জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ।

আজ (১০ই এপ্রিল) মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ৭৮ বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন নিগার সুলতানা। তার সেঞ্চুরিতে বাংলাদেশ পেয়েছে নিজেদের ওয়ানডে ইতিহাসে ২৭১ রানের সর্বোচ্চ সংগ্রহ। 

এদিকে থাইল্যান্ডকে নিগারের দল অলআউট করেছে মাত্র ৯৩ রানে। এর আগে বাংলাদেশের সর্বোচ্চ রানের জয়ের রেকর্ড ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে। ২০২৪ সালের নভেম্বরে মিরপুরে আয়ারল্যান্ডকে ১৫৪ রানে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা।

থাইল্যান্ডের মেয়েরা আজকের ম্যাচে ২৭২ রান তাড়া করতে নেমে শুরুটা বেশ ভালোই করেছিল। ওপেনিং জুটিতে নাত্তইয়া বুচাথাম ও চানিডা সুত্তিরুয়াং তুলেছিলেন ৩৮ রান। এরপরের গল্পটা অবশ্য বাংলাদেশের দুই স্পিনার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌসের। তারা দুজনেই নিয়েছেন ৫টি করে উইকেট।

আজকের ম্যাচে টসে হেরে ব্যাটিং করতে নেমে নিগারের ৮০ বলে ১০১ রানের ইনিংস এবং শারমিন আক্তারের অপরাজিত ৯৪ রানে বাংলাদেশ ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭১ রান করেছে।

বাংলাদেশের মেয়েদের ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরি ছিল ফারজানা হকের (১৫৬ বলে)। আজ সেই রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লেন নিগার সুলতানা।

আরএইচ/

নারী বিশ্বকাপ ক্রিকেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন