শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারত যে পারমাণবিক বোমা ফেলেনি, এটা পাকিস্তানের বুঝতে সময় লেগেছে ৩০-৪৫ সেকেন্ড *** আসাদের ঘনিষ্ঠদের যেভাবে ধরা হচ্ছে সিরিয়ায় *** সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত বাংলাদেশিদের ফেরত পাঠাবে মালয়েশিয়া: পররাষ্ট্র উপদেষ্টা *** এনবিআরের কমিশনারসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু *** গুপ্তচর সন্দেহে বিপুলসংখ্যক আফগানকে দেশে ফেরত পাঠাচ্ছে ইরান *** ডেঙ্গু শনাক্তে ১৯ হাজার কম্বো কিট দিল চীন *** বিশ্বকাপে চোখ রেখে এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ *** সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন *** মোটর ও ইলেক্ট্রনিকস খাতে যৌথ উদ্যোগ চান বাংলাদেশ-পাকিস্তানের ব্যবসায়ীরা *** আইজিপির সঙ্গে ইউনেসকো প্রতিনিধির সাক্ষাৎ

'জরুরি সহায়তা' হিসেবে মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৯ পূর্বাহ্ন, ১৫ই জুন ২০২৫

#

ছবি: এএফপি

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘর্ষের প্রেক্ষিতে ব্রিটেন মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, এ যুদ্ধবিমানগুলো ‘আঞ্চলিক জরুরি সহায়তা’ হিসেবে পাঠানো হচ্ছে। খবর বিবিসির।

ব্রিটেনের রয়্যাল এয়ার ফোর্স ইতিমধ্যেই অপারেশন শেডারের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নতুন করে আরও যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিস্থিতির তীব্রতা বাড়ার প্রেক্ষিতে।

কানাডায় শুরু হতে যাওয়া জি-৭ সম্মেলনে অংশ নিতে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্টারমার। তিনি বলেন, ‘পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং আমরা মিত্র দেশগুলোর সঙ্গে সর্বোচ্চ স্তরে ঘনঘন আলোচনা চালিয়ে যাচ্ছি।’ তিনি জোর দিয়ে বলেন: ‘আমাদের একটাই বার্তা–কমাও।’

ব্রিটেন সরাসরি ইসরায়েলকে সামরিকভাবে সহায়তা করবে কী না এ ব্যাপারে বিস্তারিত বলতে চাননি স্টারমার। তবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে আমার একটি গঠনমূলক আলোচনা হয়েছে। আমরা স্বাভাবিকভাবেই ইসরায়েলের নিরাপত্তা নিয়ে কথা বলেছি, যেটা দুই মিত্র দেশের মধ্যে হওয়াটাই স্বাভাবিক।’

তিনি আরও বলেন, ‘আমরা বহুদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন। একই সঙ্গে আমরা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দিই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে–এ সংঘাতকে এখনই থামাতে হবে।’

এইচ.এস/

যুদ্ধবিমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন