বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াতের একাত্তরের ভূমিকার বিরোধিতা করার নৈতিক অবস্থান আ. লীগ, বিএনপির নেই *** সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল *** দক্ষিণ এশিয়ায় চার বছরে তিন সরকারের পতন, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসছে কী *** ডাকসুতে ছাত্রশিবিরের বিজয়ে জাতীয় পার্টির অভিনন্দন *** জেন-জি বিক্ষোভে সমর্থন জানালেন নেপালের সাবেক মাওবাদী প্রধানমন্ত্রী প্রচন্ড *** নেপাল থেকে ঢাকায় ফিরলেন জামালরা *** ভারত থেকে বিদ্যুৎ আমদানি বাড়িয়েছে বাংলাদেশ *** ছাত্রদলের ভোট বর্জনের পর শিবিরের ঐক্যের ডাক *** জাকসুর ভোট গ্রহণ শেষ, এখন গণনার পালা *** আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন: সিইসি

ভারতে সরকার গঠন এখন নির্ভর করছে নীতিশ-নাইডুর ওপর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৯ অপরাহ্ন, ৫ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি। ৫৪৩টি আসনের মধ্যে বিজেপি জিতেছে ২৪০টি আসন। আর প্রধান বিরোধী দল কংগ্রেস জয় পেয়েছে ৯৯টি আসনে। বাকি আসনগুলো জিতেছে জোটভুক্ত অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা। 

একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নরেন্দ্র মোদিকে এবার সরকার গঠনে এনডিএ জোটের ওপরই নির্ভর করতে হবে। অর্থাৎ তৃতীয় মেয়াদে নরেন্দ্র মোদির দিল্লিতে সরকার গঠনের চাবিকাঠি আপাতত এনডিএ শরিকদের হাতে।

বিশেষ করে তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু ও বিহারের জনতা দল-ইউনাইটেডের (জেডি-ইউ) কর্নধার নীতিশ কুমারের ওপর নির্ভর করছে অনেক সমীকরণ। বর্তমান পরিস্থিতিতে দল দুটি হয়ে উঠছে ভারতের রাজনীতির কিংমেকার। দল দুটির হাতে রয়েছে বিজেপি জোটের ২৮টি আসন।

ভারতীয় একটি গণমাধ্যমের তথ্যমতে, ঘোষিত ফল অনুযায়ী বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স-এনডিএ জোটের মোট আসনসংখ্যা দাঁড়িয়েছে ২৯৪টি। অপর দিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের মোট আসনসংখ্যা হয়েছে ২৩২টি।

আরো পড়ুন: টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদি

চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি (টিডিপি) জিতেছে ১৬টি আসনে। আর নীতিশ কুমারের জনতা দল (জেডি-ইউ) জিতেছে ১২টি। দুটি দলই কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের সাবেক অংশীদার। ইন্ডিয়া জোট গঠনে নীতিশ কুমারই প্রধান ভূমিকা নিয়েছিলেন। পরে দলবদল করে তারা বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয়ে সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

ফলাফল ঘোষণার পর আপাতদৃষ্টিতে আবারও প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। তবে গুঞ্জন উঠেছে নীতিশ-নাইডুকে দলে ভেড়াতে যোগাযোগ শুরু করেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। এই দুই নেতাকে জোটে ফিরিয়ে সরকার গঠনের কুটকৌশল করছে বিরোধীশিবির। তারা সফল হলে দিল্লির মসনদে আসতে পারে রদবদল। শেষ পর্যন্ত কী ঘটতে যাচ্ছে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও একটু।

ভারতের স্বাধীনতার পর থেকে পণ্ডিত জওহরলাল নেহরুর পর কোনো প্রধানমন্ত্রীই টানা তৃতীয়বার সরকার গঠনে সফল হননি। এই নির্বাচনে হয়ত সেই রেকর্ড স্পর্শ করার সুযোগ পাবেন মোদি। কিন্তু লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফল আসা শুরুর পর নীতিশ-নাইডু ফ্যাক্টরই ঘুরে ফিরে আসছে। কারণ তাদের অবস্থানের ভিত্তিতে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। একই সঙ্গে আরও বেশ কিছু দল রয়েছে, যাদের কেউ দুই বা এক আসনে সারা ভারতে এগিয়ে। এদেরও সঙ্গে নিয়ে চলতে হবে ভবিষ্যতের বিজেপিকে।

সূত্র: দ্য হিন্দু 

এইচআ/ 

লোকসভা নির্বাচন নীতিশ-নাইডু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জামায়াতের একাত্তরের ভূমিকার বিরোধিতা করার নৈতিক অবস্থান আ. লীগ, বিএনপির নেই

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫

সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল

🕒 প্রকাশ: ০৭:৫৯ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫

দক্ষিণ এশিয়ায় চার বছরে তিন সরকারের পতন, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসছে কী

🕒 প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫

ডাকসুতে ছাত্রশিবিরের বিজয়ে জাতীয় পার্টির অভিনন্দন

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫

জেন-জি বিক্ষোভে সমর্থন জানালেন নেপালের সাবেক মাওবাদী প্রধানমন্ত্রী প্রচন্ড

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫