সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ

এবার রেলের টিকিটে কালোবাজারি হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫৯ অপরাহ্ন, ৪ঠা জুন ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

ঈদযাত্রায় এবার রেলের টিকিটে কোনো কালোবাজারি হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বুধবার (৪ঠা জুন) বেলা ২টায় রাজধানীর কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় তিনি রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেসের যাত্রীদের সঙ্গে কথা বলেন। 

পরে ব্রিফিংয়ের সময় মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এবার রেলের টিকিটে কোনো কালোবাজারি হয়নি। কালোবাজারি অনেক কমে গেছে, বলতে গেলে নেই এখন। তা-ও যে অভিযোগ আসছে না, তা নয়। একজন বললেন, তিনি আসনসহ টিকিট কিনেছিলেন। তার টিকিট স্ট্যান্ডিং হয়ে গেছে।’ 

রেলপথের যাত্রীরা যেন নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এবার রেলযাত্রায় কেউ যেন ছাদে ভ্রমণ করতে না পারেন, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ট্রেনে আসন সংখ্যার অনুপাতে ২৫ শতাংশেরও বেশি স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হচ্ছে। যাত্রীদের চাহিদা তুমুল।’ এ সময় রেলের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা কোনোভাবেই ২৫ শতাংশের বেশি স্ট্যান্ডিং টিকিট বিক্রি করবেন না।’  

আজ বেলা ২টা পর্যন্ত আন্তঃনগর ও মেইল ট্রেন মিলিয়ে ৩১টি ট্রেন ঢাকা ছেড়ে গেছে। এগুলোর মধ্যে ৪-৫টা ট্রেন ৫ মিনিটের মতো দেরি করেছে বলে জানান তিনি।

এইচ.এস/

স্বরাষ্ট্র উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন