ছবি: সংগৃহীত
বিশ্বব্যাপী বাংলাভাষী শিশু-কিশোরদের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত করা ও বাংলা সংস্কৃতির শাশ্বত ধারা ছড়িয়ে দেওয়ার মানসে ‘সৃষ্টি বিশ্বময়’ ও ‘লন্ডন-বাংলা বইমেলা পর্ষদের’ যৌথ উদ্যোগে প্রতি বছর অনলাইন ‘সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা’র আয়োজন করা হয়। এর ধারাবাহিকতায় এবারও আয়োজিত হয় অনুষ্ঠান।
এবারের এ সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাংলাদেশসহ অন্যান্য দেশ থেকে তিন শতাধিক প্রতিযোগী অংশ নেয়। বিজয়ী ও অংশগ্রহণকারী শিশু-কিশোরদের হাতে পুরস্কার এবং সনদপত্র তুলে দেওয়া হয়। এ উপলক্ষে গতকাল শুক্রবার (১৮ই জুলাই) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি আলফ্রেড খোকন, এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবাদিক বাসুদেব ধর, অভিনেতা ও সংস্কৃতিজন খায়রুল আলম সবুজ, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান শামসুল আলম লিটন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক মোস্তফা কামাল যাত্রা।
লন্ডন-বাংলা বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব উদযাপন পর্ষদের প্রধান গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা দেশের আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই বলে অভিমত ব্যক্ত করেন।
এবারের প্রতিযোগিতায় মোট চল্লিশ শিশু-কিশোর বিজয়ী হয়। তাদের ক্রেস্ট ও অংশগ্রহণকারী সবাইকে সনদপত্র দেওয়া হয়। আমন্ত্রিত শিশু সংগঠন কস্তুরী বাচিক পাঠশালা, কিংবদন্তী আবৃত্তি পরিষদ এবং যন্ত্র সংগীত বিভাগ ও ব্যান্ডদল শিল্পবাংলা অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে এবং প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের অংশগ্রহণে একক সংগীত, আবৃত্তি ও নৃত্য অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৃষ্টি বিশ্বময়- এর সম্পাদক অলক দাশগুপ্ত এবং উপস্থাপনায় ছিলেন রূপশ্রী চক্রবর্তী ও সোয়াইব আহমদ।
খবরটি শেয়ার করুন