মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

শাহরুখকে কি এবার মেট গালায় দেখা যাবে?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৮ অপরাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

এবারের মেট গালায় দেখা যেতে পারে শাহরুখ খানকে। দিন কয়েক ধরেই অভিনেতার মেট গালায় অংশগ্রহণ নিয়ে আলোচনা ছিল। এবার ‘ডায়েট সব্য’ নামে এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জানানো হয়, প্রথমবারের মতো মেট গালায় অংশ নেবেন এ বলিউড তারকা। এ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বরাতে শাহরুখের মেট গালায় অংশগ্রহণ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবছরের মে মাসের প্রথম সোমবার বসে মেট গালার আসর। সে রীতি অনুয়ায়ী আমেরিকার নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে এবারের আসর বসবে ৫ই মে। মেট গালা নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই।

কোন তারকা আসছেন, কী পোশাক পরছেন, তা নিয়ে যেমন আগ্রহ থাকে, তেমনই আগ্রহ থাকে অনুষ্ঠানের আয়োজন নিয়েও। এর আগে এ আয়োজনে হাজির হয়েছিলেন দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট। এবার জানা গেল শাহরুখের কথা।

মেট গালায় তারকারা কী পরবেন, সেটা নিয়ে সবচেয়ে আগ্রহ থাকে দর্শকের। তাই শাহরুখ এ আয়োজনে কীভাবে হাজির হবেন, সেটাও রাখা হয়েছে রহস্যই। কেবল জানা গেছে, আলোচিত ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে মেট গালায় দেখা যাবে শাহরুখকে। অভিনেতার টিম থেকে অবশ্য এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

ভোগ সাময়িকী জানিয়েছে, এবারের মেট গালায় দেখা যাবে ব্লেক লাইভলি, রিয়ানা ও সারাহ জেসিকা পার্কারসহ অনেক তারকাকে।

এইচ.এস/

বলিউড অভিনেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন