ছবি: সংগৃহীত
ইসরায়েলি ৪ নারী সেনাকে রেড ক্রসের মাধ্যমে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস। ওই চার নারী সেনা হলেন- কারিনা আরিয়েভ, ডেনিয়েলা গিলবোয়া, নামা লেভি ও লিলি অ্যালবাগ। তাদেরকে ইসরায়েল-গাজা সীমান্তের এক সামরিক ঘাঁটি থেকে ২০২৩ সালের ৭ই অক্টোবর তুলে নিয়েছিল হামাস।
শনিবার (২৫শে জানুয়ারি) যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে দ্বিতীয় দফায় তাদের মুক্তি দেওয়া হয়েছে।
স্থানীয় সময় ১১টার দিকে গাজার প্যালেস্টাইন স্কয়ারে ইসরায়েলি ৪ নারী জিম্মিকে নিয়ে আসা হয়। রেড ক্রসের কাছে হস্তান্তরের আগে সেখানে এক মঞ্চেও তোলা হয় তাদের। এ সময় তাদের বেশ হাসিখুশি দেখা যায়। মঞ্চে তাদের পাশে হামাস ও ইসলামিক জিহাদের সশস্ত্র যোদ্ধাদেরও দেখা গেছে। পরে হামাস ও রেড ক্রসের মধ্যে কাগজপত্র স্বাক্ষর হওয়ার পর রেড ক্রসের গাড়ি ওই জিম্মিদের নিয়ে ইসরায়েলের পথে রওনা হয়।
এই জিম্মি মুক্তির আগে হামাস শনিবার ছাড়া পেতে যাওয়া ২০০ ফিলিস্তিনি বন্দির নাম-পরিচয়ও প্রকাশ করে। এদের মধ্যে ৬৯ বছর বয়সী এক ব্যক্তি যেমন আছেন, তেমনি আছে ১৫ বছর বয়সীও।
দ্বিতীয় দফায় চার জিম্মিকে ছেড়ে দেওয়ার সময় শনিবার সকাল থেকেই প্যালেস্টাইন স্কয়ারে উচ্ছ্বসিত হাজারো মানুষের উপস্থিতি দেখা গেছে। একই সময়ে তেল আবিবেও জিম্মিদের আত্মীয় স্বজন ও বন্ধুরা ভিড় করেন।
পরে এক বিবৃতিতে ইসরায়েলের সেনারা জানায়, তার মুক্তিপ্রাপ্ত ৪ সেনাকে হাতে পেয়েছে।
“ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের পর তাদেরকে প্রাথমিক মেডিকেল পর্যালোচনার মধ্য দিয়ে যেতে হবে,” বলেছে তারা।
সূত্র: আল জাজিরা
ওআ/কেবি
খবরটি শেয়ার করুন