ছবি: সংগৃহীত
সিনেমার পর্দায় রোমান্টিক ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা নিয়ে বিশেষ পরিচিতি আছে ইমরান হাশমির। এ নিয়ে তার ভক্ত-অনুরাগীদের মাঝে আলোচনা চলতেই থাকে। অনেকেই তো তাকে ‘সিরিয়াল কিসার’ বলেও অভিহিত করে থাকে। সবশেষ এই অভিনেতাকে আরিয়ান খান পরিচালিত সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এ দেখা গেছে।
এই সিরিজে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় উঠে আসেন তিনি। কিন্তু তার এই ক্যামিওর কারণেই এখন বিব্রতকর পরিস্থিতিতে তার ছেলে আয়ান হাশমি। এমনকি বাবার করা চরিত্রটি মোটেই পছন্দ করেননি। সম্প্রতি এ বিষয়েই মুখ খুলেছেন ‘গ্যাংস্টার’খ্যাত এ অভিনেতা। তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস।
শাহরুখপুত্র আরিয়ান খানের সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এ ‘টিপিকাল’ ইমরান হাশমি হয়েই ধরা দেন ইমরান। সেখানকার একটি দৃশ্য নিয়েই মূলত এ আলোচনা-সমালোচনা। সেখানে অভিনেতা রাঘব জুয়েল ‘ইনটিমেসি’ শিখতে (শারীরিক ঘনিষ্ঠতাবিষয়ক) ইমরান হাশমির কাছে যান। এ দৃশ্য নিয়ে অভিনেতা জানান, দৃশ্যটি যেখানে তিনি অভিনেতা রাঘব জুয়ালের সঙ্গে ছিলেন, তা একটি বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান হাশমি জানিয়েছেন, তার ছেলে আয়ান হাশমি বাবার এই কামব্যাক নিয়ে মোটেও খুশি নয়। বরং স্কুলে বন্ধুদের খোঁচায় লজ্জিত হয়ে আয়ান এখন স্কুলে যেতে চায় না।
ইমরান হাশমি বলেন, আয়ান এটা নিয়ে সত্যিই খুব লজ্জিত। স্কুলে ওদের কিছু সোসাইটি আছে, যেখানে নানা জিনিস শেখানো হয়। ওর সব বন্ধু এখন ওকে বলছে- কেন ও ‘ইনটিমেসি কোচ’ হচ্ছে না?
যদিও মজার ছলেই এসব কথা বলেন তিনি। ইমরান হাশমি বলেন, 'আয়ান বলে- তুমি আমার জন্য স্কুলের সবকিছু নষ্ট করে দিয়েছ, এটা এখন একটা নিয়মিত জোক। প্রতিদিন স্কুলে গেলে আমাকে এই কথা শুনতে হয়... তুমি কি এসব বন্ধ করবে?’
খবরটি শেয়ার করুন