বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

জীববৈচিত্র্য সংরক্ষণে বাংলাদেশকে ৬ কোটি টাকা দেবে সুইডেন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৩৫ পূর্বাহ্ন, ৪ঠা জুলাই ২০২৫

#

জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির জন্য বাংলাদেশকে অনুদান দিচ্ছে সুইডেন সরকার। এ লক্ষ্যে ৪৯ লাখ সুইডিশ ক্রোনা (এসইকে), যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ১৬ লাখ টাকা (১ এসইকে = ১২.৫৮ টাকা ধরে), অনুদান হিসেবে দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার (৩রা জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে এ-সংক্রান্ত একটি অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ অনুদান সহায়তায় 'স্ট্রেনথেনিং ক্যাপাসিটি অব এমওইএফসিসি, ডিওই অ্যান্ড বিএফডি ফর ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড ইমপ্রুভড ক্লাইমেট রিজিলিয়েন্স’ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রকল্পটি চলবে ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত।

প্রকল্পটির প্রধান উদ্দেশ্য হচ্ছে—পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বৃদ্ধি, বন্য প্রাণি ট্রাস্ট ফান্ড গঠন এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সরকারি সক্ষমতা জোরদার করা।

বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলনকক্ষে বাংলাদেশ ও সুইডেন সরকারের মধ্যে একটি অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইআরডির সচিব (রুটিন দায়িত্বে) ড. একেএম শাহাবুদ্দিন এবং সুইডেনের পক্ষে স্বাক্ষর করেন ঢাকাস্থ সুইডিশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও উন্নয়ন সহযোগিতাপ্রধান মারিয়া স্ট্রিডসম্যান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং সুইডেন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-সুইডেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন