বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬১ বছর পর নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়লেন চোই *** নাহিদ ইসলামের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক *** তলেতলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস *** নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি *** জাকসু নির্বাচন আজ, এখনো মেলেনি ডোপ টেস্টের ফলাফল *** শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম *** নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন *** গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং *** নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির *** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত

কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসবে আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪০ অপরাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

কাশ্মীর পরিস্থিতি ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, এ পরিস্থিতিতে আমেরিকা কূটনৈতিকভাবে হস্তক্ষেপ করেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তেজনা কমানোর পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। খবর রয়টার্সের।

স্থানীয় আজ বুধবার (৩০শে এপ্রিল) আমেরিকার পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘আমরা উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করছি এবং স্পষ্টভাবে জানাচ্ছি, যেন কেউ পরিস্থিতি আরও ঘোলাটে না করে।’

এদিকে ভারত এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করলেও কোনো প্রমাণ দেয়নি। অপরদিকে, পাকিস্তান দৃঢ়ভাবে অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ ও স্বচ্ছ আন্তর্জাতিক তদন্তে অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছে।

ভারতের অভিযোগের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে ট্যামি ব্রুস বলেন, ‘আমরা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি এবং উভয় সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছি।’

এ ছাড়া পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমেরিকার কংগ্রেসে যেসব উদ্বেগ সে বিষয়ে ব্রুস কোনো মন্তব্য না করে তিনি বলেন, বর্তমানে আমেরিকার কূটনৈতিক পদক্ষেপ হলো ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি সংলাপ এবং আঞ্চলিক উত্তেজনা নিয়ন্ত্রণের প্রচেষ্টা। 

আরএইচ/

আমেরিকা ভারত-পাকিস্তান কাশ্মির ইস্যু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন