ছবি : সংগৃহীত
ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে সে দেশের কোস্ট গার্ডের হাতে আটক হওয়া ৭৮ বাংলাদেশি জেলেকে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে উড়িষ্যা রাজ্যের পুলিশ। বৃহস্পতিবার (১২ই ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় কোস্ট গার্ডের হাতে ৭৮ জন বাংলাদেশি জেলের আটক হওয়ার দু’দিন পর উড়িষ্যা পুলিশ জানিয়েছে, তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
উড়িষ্যা পুলিশ জানায়, ভারতীয় কোস্টগার্ডের নিয়মিত নজরদারির সময় আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনের (আইএমবিএল) কাছ থেকে এফভি লায়লা-২ ও এফভি মেঘনা-৫ নামের দুটি ট্রলারসহ বাংলাদেশি জেলেদের আটক করা হয়।
ভারতীয় কোস্টগার্ড এক বিবৃতিতে জানায়, ট্রলার দুটি থেকে প্রায় ১৬০ টন মাছ জব্দ করা হয়েছে।
আটকের পর মঙ্গলবার বাংলাদেশি জেলেদের উড়িষ্যার প্যারাদ্বীপ বন্দরে নিয়ে সেখানকার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। উড়িষ্যা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ও সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) তদন্তের পর নিশ্চিত করে, আটককৃতরা মৎস্যজীবী।
আই.কে.জে/
খবরটি শেয়ার করুন